Mango Barfi Recipe: আমের দিনে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো বরফি, রইল সহজ রেসিপি
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jun 10, 2023 | 2:22 PM
Mango Barfi: এই ম্যাঙ্গো বরফির জন্য যে মিষ্টির দোকানের উপর নির্ভর করতে হবে এমনটা নয়। বাড়িতে সহজেই তৈরি হয় এই বিশেষ পদ। খুব বেশি খাটনিও নেই বানাতে। জেনে নিন সহজ রেসিপি...
1 / 8
গরমকালের হাতে গোনা ভাল দিকের মধ্য়ে একটি হল আম। গোটা গরমকাল পাকা আমের স্বাদ একেবারে চেটেপুটে নিতে ওস্তাদ বাঙালি। কাঁচা আমের আচার, আম ডাল, আমের আইস্ক্রিম কিছুই ছাড়াছাড়ির বালাই নেই।
2 / 8
এসব তো খেলেনই। তবে জানেন কি আম দিয়ে তৈরি করা যায় বরফি। যা স্বাদে অতুলনীয় এক কথায়। এই ম্যাঙ্গো বরফির জন্য যে মিষ্টির দোকানের উপর নির্ভর করতে হবে এমনটা নয়।
3 / 8
বাড়িতে সহজেই তৈরি হয় এই বিশেষ পদ। খুব বেশি খাটনিও নেই বানাতে। এবার আসা যাক আসল কথায়। কীভাবে বানাবেন জানুন...
4 / 8
এই মিষ্টি বানাতে লাগবে একটা বড় মাপের পাকা আম। এক টেবিল চামচ দুধ, অর্ধেক কাপ চিনি। ২-৩ কার নারকেল কোরা, কেশর, ঘি ও ড্রাই ফ্রুটস। এছাড়া লাগবে একটা ফুড পেপার ও টিফিন বাক্স।
5 / 8
প্রথমেই আমটি ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার এই টুকরো করা আমগুলি মিক্সিতে দিয়ে তাতে দুধ মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিন।
6 / 8
এবার কড়াই গরম করে তাতে এই মিশ্রণটি ঢেলে দিন। পরিমাণ মতো চিনি যোগ করুন। এবং ক্রমাগত মিশ্রণটি নাড়তে থাকুন। নইলে পাত্রের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে।
7 / 8
মিশ্রণটি একটু ঘন হলে তাতে নারকেল কোরা যোগ করুন। এবং কেশর দিয়ে আবার নাড়তে থাকুন। কিছুত্রক্ষণের মধ্য়ে দেখবেন মিশ্রণটি শুকিয়ে এসেছে। তখন গ্য়াস বন্ধ করে দিন।
8 / 8
এবার একটি ফুড পেপারে মণ্ডর আকারে মিশ্রণটি দিয়ে হাতের সাহায্যে আকার দিন। এরপর বরফির আকারে তা কেটে নিন।এবং উপর থেকে হালকা ঘি ব্রাশ করে দিন। উপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিলেই তৈরি আপনার ম্যাঙ্গো বরফি।