Night Cream: ঘরে তৈরি নাইট ক্রিমেই এবার মিটবে ত্বকের সমস্যা

Night Skin Care: বাজার চলতি ক্রিমের পরিবর্তে বাড়িতেই এভাবে বানিয়ে নিন নাইট ক্রিম। এতে ত্বক ভাল থাকবে অনেক সমস্যাও দূর হবে

| Edited By: রেশমী প্রামাণিক

Jul 20, 2023 | 8:26 PM

1 / 8
রোজকার ব্যস্ত জীবনযাত্রায় ত্বকের পরিচর্যার জন্য বাড়তি সময় পাওয়া যায় না। রোজ ধুলো-ময়লা-ঘামে ত্বকের উপর বাড়তি চাপ পড়ে।

রোজকার ব্যস্ত জীবনযাত্রায় ত্বকের পরিচর্যার জন্য বাড়তি সময় পাওয়া যায় না। রোজ ধুলো-ময়লা-ঘামে ত্বকের উপর বাড়তি চাপ পড়ে।

2 / 8
যতই সানস্ক্রিন বা ফেসওয়াশ রোজ ব্যবহার করা হোক না কেন মুখের উপর একটা লেয়ার পড়েই যায়। ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বক প্রাণহীন, বিবর্ণ হয়ে থাকে।

যতই সানস্ক্রিন বা ফেসওয়াশ রোজ ব্যবহার করা হোক না কেন মুখের উপর একটা লেয়ার পড়েই যায়। ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বক প্রাণহীন, বিবর্ণ হয়ে থাকে।

3 / 8
এর জন্য দরকার নাইট স্কিন কেয়ারের। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই মুখ ভাল করে ধুয়ে নিন। এরপর মুখে গোলাপ জল বা কোনও একটা নাইট ক্রিম মাখুন। এতে ত্বকের ক্ষতপূরণ হয় তাড়াতাড়ি।

এর জন্য দরকার নাইট স্কিন কেয়ারের। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই মুখ ভাল করে ধুয়ে নিন। এরপর মুখে গোলাপ জল বা কোনও একটা নাইট ক্রিম মাখুন। এতে ত্বকের ক্ষতপূরণ হয় তাড়াতাড়ি।

4 / 8
আর তাই এই নাইট ক্রিম বানিয়ে নিন বাড়িতেই। দেখে নিন কোন কোন উপকরণ দিয়ে বানিয়ে নেবেন এই ক্রিম। আর বাড়িতে বানানো এই ক্রিমের কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

আর তাই এই নাইট ক্রিম বানিয়ে নিন বাড়িতেই। দেখে নিন কোন কোন উপকরণ দিয়ে বানিয়ে নেবেন এই ক্রিম। আর বাড়িতে বানানো এই ক্রিমের কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

5 / 8
একটা সসপ্যানে হাফ কাপ অলিভ অয়েল, ২ টেবিল চামচ নারকেল তেল এবং এক টেবিল চামচ beeswax দিয়ে কম আঁচে ভাল ভাবে গলিয়ে নিন। তার পর ক্রিমটি ঠান্ডা করে কৌটোয় ভরে রেখে দিন। দু-মাস পর্যন্ত এই ক্রিম ব্যবহার করতে পারেন।

একটা সসপ্যানে হাফ কাপ অলিভ অয়েল, ২ টেবিল চামচ নারকেল তেল এবং এক টেবিল চামচ beeswax দিয়ে কম আঁচে ভাল ভাবে গলিয়ে নিন। তার পর ক্রিমটি ঠান্ডা করে কৌটোয় ভরে রেখে দিন। দু-মাস পর্যন্ত এই ক্রিম ব্যবহার করতে পারেন।

6 / 8
এক টেবিল চামচ নারকেল তেল এবং এক টেবিল চামচ আমন্ড অয়েল একসঙ্গে গরম করে নিন। এবার আঁচ বন্ধ করে তাতে ২ টেবিল চামচ গোলাপ জল এবং এক টেবিল চামচ গ্লিসারিন ভাল করে মিশিয়ে ঠান্ডা হতে দিন। এই ক্রিম ত্বক হাইড্রেট রাখতে সাহায্য করে। সঙ্গে ত্বককে মসৃণও রাখে।

এক টেবিল চামচ নারকেল তেল এবং এক টেবিল চামচ আমন্ড অয়েল একসঙ্গে গরম করে নিন। এবার আঁচ বন্ধ করে তাতে ২ টেবিল চামচ গোলাপ জল এবং এক টেবিল চামচ গ্লিসারিন ভাল করে মিশিয়ে ঠান্ডা হতে দিন। এই ক্রিম ত্বক হাইড্রেট রাখতে সাহায্য করে। সঙ্গে ত্বককে মসৃণও রাখে।

7 / 8
অ্যালোভেরা জেল আর ল্যাভেন্ডার অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা মুখে মাখুন। এতে ত্বক অনেক বেশি টানটান হবে। ব্রণ, ফুসকুড়ির সমস্যা হবে না।

অ্যালোভেরা জেল আর ল্যাভেন্ডার অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা মুখে মাখুন। এতে ত্বক অনেক বেশি টানটান হবে। ব্রণ, ফুসকুড়ির সমস্যা হবে না।

8 / 8
অ্যাভোকাডো নাইট ক্রিম হিসেবে খুব ভাল কাজ করে। পাকা অ্যাভোকাডো ভাল করে বেটে নিন। এর মধ্যে টকদই মিশিয়ে মিহি পেস্ট বানান। এরপর তা মুখে লাগালেই কেল্লা ফতে।

অ্যাভোকাডো নাইট ক্রিম হিসেবে খুব ভাল কাজ করে। পাকা অ্যাভোকাডো ভাল করে বেটে নিন। এর মধ্যে টকদই মিশিয়ে মিহি পেস্ট বানান। এরপর তা মুখে লাগালেই কেল্লা ফতে।