Oats Omelette Recipe: ওজন ঝরানোর নতুন ওষুধ ওটস অমলেট, জানুন সহজ রেসিপি
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jul 01, 2023 | 12:28 PM
Oats Omelette: এবার পেঁয়াজ, ক্যাপসিকাম ও গাজর দুধের মিশ্রণ ও ডিমের সঙ্গে মিশিয়ে নিন। কড়াউইয়ে তেল গরম করে পুরো ব্যাটরটি দিয়ে অমলেট ভাজার মতো করে ভেজে নিন। ব্যাস তৈরি আপনার ওটস অমলেট।
1 / 8
আজকাল ওজন ঝরাতে কম কসরত করেন না মানুষজন। আর ওজন ঝরাতে আশীর্বাদের মতো কাজ করে ওটস।
2 / 8
. তাই এই খাবার ডায়েটে যোগ করেন স্বাস্থ্য সচেতন মানুষ। ব্রেকফাস্টে এক বাটি ওটস দিয়েই দিন শুরু করেন তাঁরা।
3 / 8
জানেন কি এই ওটসকে অন্যভাবেও খাওয়া যায়। স্বাদ বদলাতে তাই বানিয়ে ফেলুন ওটস অমলেট। জানুন কীভাবে বানাবেন...
4 / 8
এটি বানাতে লাগবে ওটস, দুধ, ডিম, গোলমরিচ গুঁড়ো, পরিমাণমতো নুন, পেঁয়াজ কুচি।
5 / 8
আরও লাগবে ক্যাপসিকাম, ধনেপাতা কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা ও পরিমাণমতো তেল।
6 / 8
প্রথমেই মিক্সিতে ওটস গুঁড়ো করে নিন। এবার তার সঙ্গে পরিমাণমতো দুধ দিয়ে গুলে নিন। এবং মিশ্রণটি ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।
7 / 8
অন্য একটি পাত্রে ডিমের সঙ্গে নুন ও গোল মরিচ দিয়ে ফেটিয়ে নিন। এবম ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচিয়ে নিন। ও গাজরের খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন।
8 / 8
এবার পেঁয়াজ, ক্যাপসিকাম ও গাজর দুধের মিশ্রণ ও ডিমের সঙ্গে মিশিয়ে নিন। কড়াউইয়ে তেল গরম করে পুরো ব্যাটরটি দিয়ে অমলেট ভাজার মতো করে ভেজে নিন। ব্যাস তৈরি আপনার ওটস অমলেট।