Mascara Hacks: বর্ষায় ঘেটে যায় মাসকারা? এই উপায় মেনে চললে ২৪ ঘণ্টা স্থায়ী হবে
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jul 12, 2023 | 2:45 PM
Mascara Use: এছাড়া ব্লোটিং পেপারেও কাজ হবে। চোখে মাসকারা লাগানোর পর ব্লোটিং পেপার দিয়ে একবার চোখের পাতা স্পর্শ করান। বাড়তি মাসকারা এতে শোষিত হয়ে যাবে। ফলে আর ঘেটে যাওয়ার ভয় নেই।
1 / 8
কথাতেই আছে কাজল কালো চোখ। মেয়েদের সৌন্দর্য্য আটকে ওই চোখেই। তবে তার জন্য শুধু কাজলই যথেষ্ট নয়।
2 / 8
চোখ দু'টিকে আরও আকর্ষণীয় করে তুলতে চাই মাসকারা। কাজলের পাশাপাশি মেয়েদের নিত্য সঙ্গী মাসকারা।
3 / 8
তবে বর্ষায় অনেক সময়ই মাসকারা ঘেটে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ওয়াটার প্রুফ মাসকারাতেও কাজ হয় না কোনও।
4 / 8
তবে উপায় রয়েছে যা মেনে চললেই আর ঘাটবে না মাসকারা। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক...
5 / 8
এক্ষেত্রে আইল্যাশ কার্লার ব্যবহার করুন। কার্লার দিয়ে প্রথমে চোখের পাতা কার্ল করে নিন। তারপর মাসকারা লাগান।
6 / 8
এছাড়া মালকারা লাগানোর পর সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন। এতে দীর্ঘক্ষণ মাসকারা স্থায়ী হবে। তবে খেয়াল রাখবেন চোখের ভিতরে যেন না ঢুকে যায় স্প্রে।
7 / 8
মাসকারা লাগানোর পর চোখে আর হাত দেবেন না। এতে মাসকারা উঠে যাওয়ার আশঙ্কা বাড়ে। তাই চোখে একদম হাত দেবেন না।
8 / 8
এছাড়া ব্লোটিং পেপারেও কাজ হবে। চোখে মাসকারা লাগানোর পর ব্লোটিং পেপার দিয়ে একবার চোখের পাতা স্পর্শ করান। বাড়তি মাসকারা এতে শোষিত হয়ে যাবে। ফলে আর ঘেটে যাওয়ার ভয় নেই।