Mascara Hacks: বর্ষায় ঘেটে যায় মাসকারা? এই উপায় মেনে চললে ২৪ ঘণ্টা স্থায়ী হবে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 12, 2023 | 2:45 PM

Mascara Use: এছাড়া ব্লোটিং পেপারেও কাজ হবে। চোখে মাসকারা লাগানোর পর ব্লোটিং পেপার দিয়ে একবার চোখের পাতা স্পর্শ করান। বাড়তি মাসকারা এতে শোষিত হয়ে যাবে। ফলে আর ঘেটে যাওয়ার ভয় নেই।

1 / 8
 কথাতেই আছে কাজল কালো চোখ। মেয়েদের সৌন্দর্য্য আটকে ওই চোখেই। তবে তার জন্য শুধু কাজলই যথেষ্ট নয়।

কথাতেই আছে কাজল কালো চোখ। মেয়েদের সৌন্দর্য্য আটকে ওই চোখেই। তবে তার জন্য শুধু কাজলই যথেষ্ট নয়।

2 / 8
চোখ দু'টিকে আরও আকর্ষণীয় করে তুলতে চাই মাসকারা। কাজলের পাশাপাশি মেয়েদের নিত্য সঙ্গী মাসকারা।

চোখ দু'টিকে আরও আকর্ষণীয় করে তুলতে চাই মাসকারা। কাজলের পাশাপাশি মেয়েদের নিত্য সঙ্গী মাসকারা।

3 / 8
 তবে বর্ষায় অনেক সময়ই মাসকারা ঘেটে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ওয়াটার প্রুফ মাসকারাতেও কাজ হয় না কোনও।

তবে বর্ষায় অনেক সময়ই মাসকারা ঘেটে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ওয়াটার প্রুফ মাসকারাতেও কাজ হয় না কোনও।

4 / 8
 তবে উপায় রয়েছে যা মেনে চললেই আর ঘাটবে না মাসকারা। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক...

তবে উপায় রয়েছে যা মেনে চললেই আর ঘাটবে না মাসকারা। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক...

5 / 8
এক্ষেত্রে আইল্যাশ কার্লার ব্যবহার করুন। কার্লার দিয়ে প্রথমে চোখের পাতা কার্ল করে নিন। তারপর মাসকারা লাগান।

এক্ষেত্রে আইল্যাশ কার্লার ব্যবহার করুন। কার্লার দিয়ে প্রথমে চোখের পাতা কার্ল করে নিন। তারপর মাসকারা লাগান।

6 / 8
এছাড়া মালকারা লাগানোর পর সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন। এতে দীর্ঘক্ষণ মাসকারা স্থায়ী হবে। তবে খেয়াল রাখবেন চোখের ভিতরে যেন না ঢুকে যায় স্প্রে।

এছাড়া মালকারা লাগানোর পর সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন। এতে দীর্ঘক্ষণ মাসকারা স্থায়ী হবে। তবে খেয়াল রাখবেন চোখের ভিতরে যেন না ঢুকে যায় স্প্রে।

7 / 8
মাসকারা লাগানোর পর চোখে আর হাত দেবেন না। এতে মাসকারা উঠে যাওয়ার আশঙ্কা বাড়ে। তাই চোখে একদম হাত দেবেন না।

মাসকারা লাগানোর পর চোখে আর হাত দেবেন না। এতে মাসকারা উঠে যাওয়ার আশঙ্কা বাড়ে। তাই চোখে একদম হাত দেবেন না।

8 / 8
এছাড়া ব্লোটিং পেপারেও কাজ হবে। চোখে মাসকারা লাগানোর পর ব্লোটিং পেপার দিয়ে একবার চোখের পাতা স্পর্শ করান। বাড়তি মাসকারা এতে শোষিত হয়ে যাবে। ফলে আর ঘেটে যাওয়ার ভয় নেই।

এছাড়া ব্লোটিং পেপারেও কাজ হবে। চোখে মাসকারা লাগানোর পর ব্লোটিং পেপার দিয়ে একবার চোখের পাতা স্পর্শ করান। বাড়তি মাসকারা এতে শোষিত হয়ে যাবে। ফলে আর ঘেটে যাওয়ার ভয় নেই।

Next Photo Gallery