Skin-brightening tips: সপ্তাহে একদিন আলুর সঙ্গে সাবান মিশিয়ে স্নান করলেই ম্যাজিক হবে, দেখতে চান?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Sep 12, 2023 | 9:30 AM

Simple Tips To Attain A Bright skin: সাবান মাখলে মুখ পরিষ্কার হয়। নোংরা-ময়লাও উঠে যায়। তবে রোজ ঠিকভাবে সাবান মেখে স্নান না করলে ঘামের কারণে বগলে, কনুইতে কালো ছোপ পড়ে যায়। ঘাড়ের পিছনেও একটা ময়লার স্তর থাকে। এক্ষেত্রে কাজে লাগান এই ফেসপ্যাক। আর তা বানিয়ে নিতে পারেন বাড়িতেই

1 / 8
শরীরের অবাঞ্ছিত দাগ, কালচে ভাব নিয়ে আমাদের সকলকেই একাধিক সমস্যায় পড়তে হয়। আর কালো দাগ থাকলে তা দেখতে এরেবারেই ভাল লাগে না। মনে হয় সাবান মাখলেও নোংরা উঠছে না

শরীরের অবাঞ্ছিত দাগ, কালচে ভাব নিয়ে আমাদের সকলকেই একাধিক সমস্যায় পড়তে হয়। আর কালো দাগ থাকলে তা দেখতে এরেবারেই ভাল লাগে না। মনে হয় সাবান মাখলেও নোংরা উঠছে না

2 / 8
কাজের প্রয়োজনে অধিকাংশকেই বাড়ির বাইরে বেরোতে হয়। আর বাড়ি থেকে বেরনো মানেই সারা দিন রোদের মধ্যে ঘোরা। গাড়ির ধোঁওয়া, দূষণ আর কালিতে ত্বকের উপর একরকম ময়লার আস্তরণ পড়ে। দু বেলা সাবান ঘষলেও সেই ময়লা ছাড়ে না।

কাজের প্রয়োজনে অধিকাংশকেই বাড়ির বাইরে বেরোতে হয়। আর বাড়ি থেকে বেরনো মানেই সারা দিন রোদের মধ্যে ঘোরা। গাড়ির ধোঁওয়া, দূষণ আর কালিতে ত্বকের উপর একরকম ময়লার আস্তরণ পড়ে। দু বেলা সাবান ঘষলেও সেই ময়লা ছাড়ে না।

3 / 8
দিনের পর দিন যদি এভাবে ময়লা স্তর জমতে থাকে তাহলে ত্বক রুক্ষ্ম হয়ে যাবে। চামড়া নষ্ট তো হবেই সঙ্গে একাধিক ত্বকের সমস্যাও হতে পারে।

দিনের পর দিন যদি এভাবে ময়লা স্তর জমতে থাকে তাহলে ত্বক রুক্ষ্ম হয়ে যাবে। চামড়া নষ্ট তো হবেই সঙ্গে একাধিক ত্বকের সমস্যাও হতে পারে।

4 / 8
ভাদ্রের গরমে যে কোনও সমস্যা বাড়ে। খামখেয়ালি আবহাওয়াতে গা চটচট করা, অ্যালার্জি এসব বাড়ে। এর সমাধান একটাই। আলুর রস আর সাবান একসঙ্গে মিশিয়ে এভাবে লাগান। স্নানের সময় সাবান না মেখে এটা ভালো করে লাগিয়ে নিন। আর কোনও অভিযোগ থাকবে না।

ভাদ্রের গরমে যে কোনও সমস্যা বাড়ে। খামখেয়ালি আবহাওয়াতে গা চটচট করা, অ্যালার্জি এসব বাড়ে। এর সমাধান একটাই। আলুর রস আর সাবান একসঙ্গে মিশিয়ে এভাবে লাগান। স্নানের সময় সাবান না মেখে এটা ভালো করে লাগিয়ে নিন। আর কোনও অভিযোগ থাকবে না।

5 / 8
স্নানের জন্য যে সাবান ব্যবহার করেন তার থেকে বড় একচামচ মত পরিমাণ সাবান গ্রেটারে ভাল করে গ্রেট করে নিতে হবে। আলু দু টুকরো করে তাও গ্রেটারে ঘষে নিতে হবে।

স্নানের জন্য যে সাবান ব্যবহার করেন তার থেকে বড় একচামচ মত পরিমাণ সাবান গ্রেটারে ভাল করে গ্রেট করে নিতে হবে। আলু দু টুকরো করে তাও গ্রেটারে ঘষে নিতে হবে।

6 / 8
আলু-সাবান ভাল করে মিশিয়ে একটা গোটা লেবুর রস এর মধ্যে মিশিয়ে দিন। এবার এর মধ্যে হাফ কাপ জল মিশিয়ে ভাল করে গুলে নিতে হবে। দেড় চামচ চালের গুঁড়ো, এক চামচ নারকেল তেল ভাল করে মেশান

আলু-সাবান ভাল করে মিশিয়ে একটা গোটা লেবুর রস এর মধ্যে মিশিয়ে দিন। এবার এর মধ্যে হাফ কাপ জল মিশিয়ে ভাল করে গুলে নিতে হবে। দেড় চামচ চালের গুঁড়ো, এক চামচ নারকেল তেল ভাল করে মেশান

7 / 8
একদম ক্রিমের মত দেখতে হবে এই প্যাক। যত ভাল মেশাবেন ততই সুন্দর করে সাবান গলে যাবে। এই প্যাক বানিয়ে ৫ মিনিট রেখে স্নান করতে যাওয়ার আগে ভাল করে লাগিয়ে নিতে হবে। মুখেও এই প্যাক লাগিয়ে নিতে পারেন।

একদম ক্রিমের মত দেখতে হবে এই প্যাক। যত ভাল মেশাবেন ততই সুন্দর করে সাবান গলে যাবে। এই প্যাক বানিয়ে ৫ মিনিট রেখে স্নান করতে যাওয়ার আগে ভাল করে লাগিয়ে নিতে হবে। মুখেও এই প্যাক লাগিয়ে নিতে পারেন।

8 / 8
তবে মুখে এই প্যাক বেশিক্ষণ রাখবেন না। এই প্যাক নিয়ম করে সপ্তাহে একদিন লাগালেই যাবতীয় ময়লা উঠে আসবে। সেই সঙ্গে মুখের গ্লোও বজায় থাকবে। পুজো আসছে। ত্বকের যত্ন নিতে আজ থেকেই এই প্যাক লাগিয়ে নিন।

তবে মুখে এই প্যাক বেশিক্ষণ রাখবেন না। এই প্যাক নিয়ম করে সপ্তাহে একদিন লাগালেই যাবতীয় ময়লা উঠে আসবে। সেই সঙ্গে মুখের গ্লোও বজায় থাকবে। পুজো আসছে। ত্বকের যত্ন নিতে আজ থেকেই এই প্যাক লাগিয়ে নিন।

Next Photo Gallery