TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Apr 07, 2023 | 12:35 PM
চাল ভারতের প্রধান খাদ্যশস্য। সব বাড়িতেই রোজ ব্যবহার করা হয় এই চাল। চাল ছাড়া আমাদের একটা দিনও চলে না। আর তাই বাড়িতে চাল, ডাল এসব কিনে রাখতেই হয়।
এবার ডাল, চাল এনে রাখলে অনেক সময় দেখা যায় তাতে ছোট ছোট কালো পোকা হয়েছে। এবার পোকা হলে সহজে তা দূর করা যায় না।
অনেক সময় এমন হয় যে চাল বেশি থাকলে তাতে পোকা ধরে। এমন অবস্থায় পোকা দূর করার পরও সে ভাত খেতে ভালো লাগে না। আসলে চাল বেশিদিন মজুত করে রাখলে তাতে মাইটের মতো ছোট পোকা হয়ে থাকে।
তাই মেনে চলুন বিশেষ কিছু টিপস। চাল যে কৌটোর মধ্যে রাখছেন তাতে কয়েকটি নিমপাতা আর তেজপাতা ফেলে রাখুন। পোকা ধরবে না। এছাড়াও নিমপাতার মধ্যে যে অ্যান্টিবায়োটিকের গুণ রয়েছে তার গন্ধে পোকা আসে না।
সব সময় এয়ারটাইট কন্টেনারে চাল রাখতে হয়। সবথেকে ভাল যদি স্টিল বা কাঁচের জারের মধ্যে তা রাখতে পারেন। এতে পোকা ধরার সম্ভাবনা একেবারে থাকে না।
যে পাত্রে চাল রাখছেন তার মধ্যে ৬-৭ টি শুকনো লঙ্কা ফেলে রেখে দিন। এতেও কিন্তু পোকা ধরে না। তবে দু সপ্তাহ অন্তর লঙ্কা পরিবর্তন করতে হবে।
লঙ্কা যদি না থাকে তাহলে ১০ টা গোলমরিচের দানা নিয়েও ফেলে রাখতে পারেন। গোলমরিচের নিজস্ব গন্ধ থাকে। আর এই গন্ধের জন্য কিন্তু কোনও পোকা হয় না।
চাল যদি বেশি পরিমাণে কিনে ফেলেন তাহলে এয়ার টাইট কন্টেনারে তা ফ্রিজের মধ্যে রাখুন। এতে পোকা হয় না। ফ্রিজের ঠান্ডায় মরে যায়। তবে চাল রান্না করার আগে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে রান্না অনেক সহজ হবে।