ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম হল ব্রণর সমস্য়া। সারাবছর এই সমস্যার শিকার হতে হয়। কোনও উৎসব, অনুষ্ঠানের আসলেই অনাহুত অতিথির মতো এসে হাজির হয় ব্রণ।
শুধু তাই-ই নয়। সেরে যাওয়ার পরও ছাপ ফেলে যায়। ত্বকের মধ্যে ব্রণর দাগের সমস্যায় ভুগতে হয়।
মেকআপ দিয়ে সাময়িক ভাবে এই দাগ ঢাকা গেলেও এর কোনও স্থায়ী প্রতিকারের খোঁজে থাকেন বহু মানুষ।
ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তু পাওয়া সম্ভব জানেন কি? জানুন এই ব্রণর দাগছোপ থেকে মুক্তি পেতে কী করবেন...
বহু যুগ ধরে ত্বকের পরিচর্যায় ব্যবহার করা হয় হলুদ। হলুদে রয়েছে কারকিউমিন যা ত্বকের যেকোনও ধরনের দাগছোপ দূর করতে সাহায্য করে। এক চামচ হলুদ গুঁড়োর সঙ্গে জল মিশিয়ে মাখুন। উপকার পাবেন।
পাতিলেবুর রসে রয়েছে ভিটামিন সি। যা ব্রণর দাগ তুলতে সাহায্য করে। সপ্তাহে দু' থেকে তিন দিন লেবুর রস দাগযুক্ত স্থানে লাগান। ফল মিলবেই।
এছাড়া টি ট্রি অয়েলে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল ও প্রদাহরোধী বৈশিষ্ট। যা ব্রণর দাগ তুলতে সাহায্য করে। কয়েক ফোঁটা টি-ট্রি অয়েল নিয়ে মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন।
এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে অ্যালোভেরা জেলও। ব্রণর দাগ তোলার পাশাপাশি ট্যান তুলতেও সাহায্য করে এই জেল। সপ্তাহে তিন থেকে চারদিন এই অভ্যাস মেনে চললেই কাজ হবে।