Easy Skin Care: ঠিক তিনদিনে দূর হবে ত্বকের যাবতীয় দাগ-ছোপ-ঘামাচির সমস্যা, মাথা থেকে পা ঝকঝক করবে

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jun 21, 2023 | 9:30 AM

Home Remedies: আলু, চাল, ডাল আমাদের বাড়িতেই থাকে। রোজ নিয়ম করে মুখে মাখলে একাধিক সমস্যা দূর হবে। দেখে নিন কী ভাবে কাজে লাগাবেন

1 / 8
এই গরমে সকলেরই অবস্থা দফারফা। কাজের প্রয়োজনে বাইরে বেরোতেই হচ্ছে। আর আর্দ্রতা এত বেশি যে ঘাম বসে মুখ কালো হয়ে যাচ্ছে।

এই গরমে সকলেরই অবস্থা দফারফা। কাজের প্রয়োজনে বাইরে বেরোতেই হচ্ছে। আর আর্দ্রতা এত বেশি যে ঘাম বসে মুখ কালো হয়ে যাচ্ছে।

2 / 8
সানস্ক্রিনও বাঁচাতে পারছে না ত্ববকে। মুখে একবার এই কালো ছপ, অ্যালার্জির দাগ হলে তা তোলা মোটেই সহজ কাজ নয়। সব সময় ফেসিয়ালের সুযোগও থাকে না। আর মুখে কেমিক্যাল যত কম ব্যবহার করা যায় ততই ভাল। আর তাই আজ রইল এই ঘরোয়া টোটকার হদিশ।

সানস্ক্রিনও বাঁচাতে পারছে না ত্ববকে। মুখে একবার এই কালো ছপ, অ্যালার্জির দাগ হলে তা তোলা মোটেই সহজ কাজ নয়। সব সময় ফেসিয়ালের সুযোগও থাকে না। আর মুখে কেমিক্যাল যত কম ব্যবহার করা যায় ততই ভাল। আর তাই আজ রইল এই ঘরোয়া টোটকার হদিশ।

3 / 8
মুখের কালচে ভাব দূর করতে আলুর জুড়ি মেলা ভার। আলু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আলুক খোসা আগে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। এবার আলু ছোট গোল মোটা মোটা স্লাইস করে নিন।

মুখের কালচে ভাব দূর করতে আলুর জুড়ি মেলা ভার। আলু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আলুক খোসা আগে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। এবার আলু ছোট গোল মোটা মোটা স্লাইস করে নিন।

4 / 8
সারা রাত বড় দানার মুসুর ডাল ভিজিয়ে রাখুন ১ বড় চামচ। সেই সঙ্গে এক চামচ চালও ভাল করে ধুয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন।

সারা রাত বড় দানার মুসুর ডাল ভিজিয়ে রাখুন ১ বড় চামচ। সেই সঙ্গে এক চামচ চালও ভাল করে ধুয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন।

5 / 8
এবার এই মুসুর ডাল, চাল, পরিষ্কার চাল ধোয়া জল আর আলু একসঙ্গে মিক্সিতে বেটে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট একটা এয়ারটাইট কন্টেনারে রাখুন।

এবার এই মুসুর ডাল, চাল, পরিষ্কার চাল ধোয়া জল আর আলু একসঙ্গে মিক্সিতে বেটে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট একটা এয়ারটাইট কন্টেনারে রাখুন।

6 / 8
টানা তিন দিন ব্যবহার করুন। ভীষণ ভাল কাজ হবে। এবার এই পেস্ট একটা বাটিতে নিয়ে ওর মধ্যে একটু হলুদ, হাফ লেবুর রস আর হাফ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এক চামচ টমেটো পেস্টও মিশিয়ে দিতে পারেন।

টানা তিন দিন ব্যবহার করুন। ভীষণ ভাল কাজ হবে। এবার এই পেস্ট একটা বাটিতে নিয়ে ওর মধ্যে একটু হলুদ, হাফ লেবুর রস আর হাফ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এক চামচ টমেটো পেস্টও মিশিয়ে দিতে পারেন।

7 / 8
স্নানের আগে এই পেস্ট মুখে লাগিয়ে রাখতে হবে ১৫-২০ মিনিট। এরপর শুকিয়ে এলে জল দিয়ে ধুয়ে নিন। জলে ধুয়ে একটা তোয়ালে দিয়ে শুকনো করে মুছে নিতে হবে।

স্নানের আগে এই পেস্ট মুখে লাগিয়ে রাখতে হবে ১৫-২০ মিনিট। এরপর শুকিয়ে এলে জল দিয়ে ধুয়ে নিন। জলে ধুয়ে একটা তোয়ালে দিয়ে শুকনো করে মুছে নিতে হবে।

8 / 8
এই প্যাক লাগিয়ে স্নান করলে আর সাবান ব্যবহার করার দরকার পড়ে না। প্রয়োজন পড়লে ৩০ মিনিট রেখে দেবেন প্যাক লাগিয়ে। এর ফলে আরও ভাল রেজাল্ট পাবেন।

এই প্যাক লাগিয়ে স্নান করলে আর সাবান ব্যবহার করার দরকার পড়ে না। প্রয়োজন পড়লে ৩০ মিনিট রেখে দেবেন প্যাক লাগিয়ে। এর ফলে আরও ভাল রেজাল্ট পাবেন।

Next Photo Gallery