Make up removing tips: পার্টি মেকআপ তুলে ফেলুন ঘরোয়া এই পাঁচ টোটকায়

Skin Care: পেট্রোলিয়াম জেলি আর অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে মুখে লাগালেও খুব ভাল কাজ হয়।

| Edited By: রেশমী প্রামাণিক

Apr 30, 2023 | 10:36 PM

1 / 8
উইকএন্ডে বন্ধুদের সঙ্গে বেরনোর সময় সাজগোজের যে উৎসাহ থাকে পার্টি সেরে রাতে বাড়ি ফিরে মেকআপ তোলার কোনও ইচ্ছেই থাকে না।

উইকএন্ডে বন্ধুদের সঙ্গে বেরনোর সময় সাজগোজের যে উৎসাহ থাকে পার্টি সেরে রাতে বাড়ি ফিরে মেকআপ তোলার কোনও ইচ্ছেই থাকে না।

2 / 8
তখন মনে হয় কোনও রকমে পোশাক পরিবর্তন করে ঘুমিয়ে পড়লেই শান্তি। মেকআপ তোলার ক্ষেত্রে অনীহা একেবারেই ঠিক নয়।

তখন মনে হয় কোনও রকমে পোশাক পরিবর্তন করে ঘুমিয়ে পড়লেই শান্তি। মেকআপ তোলার ক্ষেত্রে অনীহা একেবারেই ঠিক নয়।

3 / 8
কারণ সারা রাত মেকআপ যদি ত্বকে বসে যায় তাহলে সেখান থেকে ব্রণ, ফুসকুড়ি অবধারিত। এছাড়াও দ্রুত বলিরেখা পড়ে যায়।

কারণ সারা রাত মেকআপ যদি ত্বকে বসে যায় তাহলে সেখান থেকে ব্রণ, ফুসকুড়ি অবধারিত। এছাড়াও দ্রুত বলিরেখা পড়ে যায়।

4 / 8
অনেকের বাজারচলতি মেকআপ রিমুভার ব্যবহার করতে ভাল লাগে না। সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিতে পারেন রিমুভার।

অনেকের বাজারচলতি মেকআপ রিমুভার ব্যবহার করতে ভাল লাগে না। সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিতে পারেন রিমুভার।

5 / 8
একটি পাত্রে দু’চামচ নারকেল তেল নিয়ে তাতে এক চামচ নিন। এ বার মিশ্রণটি খুব ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে খুব সহজেই মেকআপ তুলে ফেলুন।

একটি পাত্রে দু’চামচ নারকেল তেল নিয়ে তাতে এক চামচ নিন। এ বার মিশ্রণটি খুব ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে খুব সহজেই মেকআপ তুলে ফেলুন।

6 / 8
অলিভ অয়েল দিয়েও মেকআপ তুলতে পারেন। অলিভ অয়েল মুখে ভাল করে লাগিয়ে নিলে তাতেই মেকআপ উঠে আসবে। এতে ত্বক ভাল থাকবে।

অলিভ অয়েল দিয়েও মেকআপ তুলতে পারেন। অলিভ অয়েল মুখে ভাল করে লাগিয়ে নিলে তাতেই মেকআপ উঠে আসবে। এতে ত্বক ভাল থাকবে।

7 / 8
বেবি অয়েল আর গোলাপ জল একসঙ্গে মিশিয়ে তুলোয় নিয়ে মুখে লাগিয়ে নিন। এতে সহজেই মেকআপ উঠে আসবে।

বেবি অয়েল আর গোলাপ জল একসঙ্গে মিশিয়ে তুলোয় নিয়ে মুখে লাগিয়ে নিন। এতে সহজেই মেকআপ উঠে আসবে।

8 / 8
কাঁচা দুধ খুব ভাল ক্লিনজারের কাজ করে। দুধে থাকে ভিটামিন, ক্যালসিয়াম, ফ্যাট, প্রোটিন, যা ত্বকের জন্যেও খুব ভাল। কাঁচা দুধে তুলো ভিজিয়ে মেকআপ পরিষ্কার করে নিতেই পারেন।

কাঁচা দুধ খুব ভাল ক্লিনজারের কাজ করে। দুধে থাকে ভিটামিন, ক্যালসিয়াম, ফ্যাট, প্রোটিন, যা ত্বকের জন্যেও খুব ভাল। কাঁচা দুধে তুলো ভিজিয়ে মেকআপ পরিষ্কার করে নিতেই পারেন।