Coffee Face Pack: রাতে কফির সঙ্গে এই একটি উপাদান মিশিয়ে প্যাক বানিয়ে নিয়ম করে মাখুন, পুজোর আগে ফর্সা হওয়া আটকায় কে

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Sep 13, 2023 | 9:30 AM

Coffee Facial For Glowing Skin: কফির প্যাক নিয়মিত ভাবে লাগালে যাবতীয় ময়লা, তেল উঠে আসবে। ত্বকের যে পোরসগুলো বন্ধ থাকে সেগুলো খুলে যাবে। পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছবে প্রতিটি কোষে । দেখে নিন কী ভাবে বানাবেন এই কফির ফেসপ্যাক

1 / 8
সামনেই পুজো। হাতে আর দেড় মাস সময়ও নেই। জন্মাষ্টমী গেল, সামনের সপ্তাহেই আছে গণেশ চতুর্থী। উৎসবের আমেজ একরকম শুরুই হয়ে গিয়েছে দেশজুড়ে। এখন ডিসেম্বর পর্যন্ত অনেক অনুষ্ঠান রয়েছে

সামনেই পুজো। হাতে আর দেড় মাস সময়ও নেই। জন্মাষ্টমী গেল, সামনের সপ্তাহেই আছে গণেশ চতুর্থী। উৎসবের আমেজ একরকম শুরুই হয়ে গিয়েছে দেশজুড়ে। এখন ডিসেম্বর পর্যন্ত অনেক অনুষ্ঠান রয়েছে

2 / 8
মহারাষ্ট, কর্ণাটাক, তামিলনাড়ুতে খুবই ধুমধাম করে পালন করা হয় এই গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থী মহারাষ্ট্রে সবচেয়ে বড় উৎসব। এই দিনটিকে ঘিরে প্রস্তুতি শুরু তো হয়েছেই সঙ্গে শুরু হয়েছে শপিংও

মহারাষ্ট, কর্ণাটাক, তামিলনাড়ুতে খুবই ধুমধাম করে পালন করা হয় এই গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থী মহারাষ্ট্রে সবচেয়ে বড় উৎসব। এই দিনটিকে ঘিরে প্রস্তুতি শুরু তো হয়েছেই সঙ্গে শুরু হয়েছে শপিংও

3 / 8
এমন অনুষ্ঠানের দিনে সকলেই চান তাঁকে যেন সবথেকে দেখতে ভাল লাগে। রোজকার কাজের চাপ, দূষণ এসবের পর আর ত্বকের যত্ন নেওয়ার মত অতিরিক্ত সময় হাতে থাকে না

এমন অনুষ্ঠানের দিনে সকলেই চান তাঁকে যেন সবথেকে দেখতে ভাল লাগে। রোজকার কাজের চাপ, দূষণ এসবের পর আর ত্বকের যত্ন নেওয়ার মত অতিরিক্ত সময় হাতে থাকে না

4 / 8
দিনের পর দিন নোংরা ময়লা ত্বকে জমা হতে থাকে। এর ফলে ত্বক একেবারে রুক্ষ্ম হয়ে যায়। সেই সঙ্গে কালো ছোপ পড়ে। মেচেতার সমস্যাতেও অনেকে ভোগেন। আর এই মেচেতার দাগ সহজে মুখ থেকে উঠতে চায় না

দিনের পর দিন নোংরা ময়লা ত্বকে জমা হতে থাকে। এর ফলে ত্বক একেবারে রুক্ষ্ম হয়ে যায়। সেই সঙ্গে কালো ছোপ পড়ে। মেচেতার সমস্যাতেও অনেকে ভোগেন। আর এই মেচেতার দাগ সহজে মুখ থেকে উঠতে চায় না

5 / 8
যতই পার্লারে গিয়ে ফেসিয়াল, ব্লিচিং করানো হোক না কেন দীর্ঘমেয়াদি উপকার তেমন পাওয়া যায় না। আর এই সব বেশ খরচসাধ্যও। সব সময় পকেট সাথ দেয় না। তাই বাড়িতেই বানিয়ে নিন কফির এই প্যাক

যতই পার্লারে গিয়ে ফেসিয়াল, ব্লিচিং করানো হোক না কেন দীর্ঘমেয়াদি উপকার তেমন পাওয়া যায় না। আর এই সব বেশ খরচসাধ্যও। সব সময় পকেট সাথ দেয় না। তাই বাড়িতেই বানিয়ে নিন কফির এই প্যাক

6 / 8
সপ্তাহে দু দিন ঘুমোতে যাওয়ার আগে মুখে এই প্যাক লাগালে উজ্জ্বলতা ফিরবে। দাগ, ছোপ সহজে তুলে ফেলা যাবে। ত্বক চকচকে থাকবে। পোরস গুলিও খুলে যাবে ফলে হাওয়া চলাচল করতে পারবে

সপ্তাহে দু দিন ঘুমোতে যাওয়ার আগে মুখে এই প্যাক লাগালে উজ্জ্বলতা ফিরবে। দাগ, ছোপ সহজে তুলে ফেলা যাবে। ত্বক চকচকে থাকবে। পোরস গুলিও খুলে যাবে ফলে হাওয়া চলাচল করতে পারবে

7 / 8
কফির মধ্যে ক্যাফেইন থাকে যা ত্বকের জন্য খুব ভাল। কফি এক্সফোলিয়েটর হিসেবে দুর্দান্ত কাজ করে। এটি ত্বক থেকে সমস্ত ধুলো-ময়লা দূর করে করে দেয় এবং ত্বককে নরম ও সতেজ করে তোলে। ত্বকের যে কোনও রকম প্রদাহ রোধেও কাজে আসে কফি

কফির মধ্যে ক্যাফেইন থাকে যা ত্বকের জন্য খুব ভাল। কফি এক্সফোলিয়েটর হিসেবে দুর্দান্ত কাজ করে। এটি ত্বক থেকে সমস্ত ধুলো-ময়লা দূর করে করে দেয় এবং ত্বককে নরম ও সতেজ করে তোলে। ত্বকের যে কোনও রকম প্রদাহ রোধেও কাজে আসে কফি

8 / 8
কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, তাই এই উপাদানটি ত্বকের বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য করে। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রভাব থেকেও ত্বককে রক্ষা করার ক্ষমতা রাখে কফির প্যাক। এক চামচ কফির সঙ্গে এক চামচ ময়েশ্চারাইজার, একটু মধু আর লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিতে হবে

কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, তাই এই উপাদানটি ত্বকের বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য করে। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রভাব থেকেও ত্বককে রক্ষা করার ক্ষমতা রাখে কফির প্যাক। এক চামচ কফির সঙ্গে এক চামচ ময়েশ্চারাইজার, একটু মধু আর লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিতে হবে

Next Photo Gallery