TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Nov 18, 2023 | 2:36 PM
রান্নায় পেঁয়াজ-রসুন তো লাগবেই, এগুলো কাটা বা বাটার পর তার থেকে যে বিশ্রি কটূ গন্ধ থাকে তা হাতেই থেকে যায়। হাজার ধুয়েই গন্ধ যায় না।
বাড়িতে যদি মাছ বা মাংস রান্না করা হয়। সেগুলো ভালো করে ধুতে হয়, আর ধোয়ার পরই হাতের বিশ্রি গন্ধ চেপে বসে। যতই সাবান দিয়ে হাত পরিষ্কার করুন না কেন, গন্ধ থেকে যায়!
আপনারও যদি এমনটা হয়, তাহলে অন্য কিছু নয় ঘরোয়া উপায়েই সমাধান পেয়ে যাবেন। এই প্রতিবেদনে রইল টিপস অ্যান্ড ট্রিক্স...
হাতে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন। গন্ধ নিমেষে চলে যাবে। তবে জেল-বেসড টুথপেস্টের বদলে ফ্লুরাইড বেস টুথপেস্ট ব্যবহার করা শ্রেয়।
স্টেনলেস স্টিলের একটি বাসনে ঠান্ডা জল নিন, তার মধ্যে হাতটা ভালো করে ঘষে নিন। আসলে সালফারের মতো বাজে গন্ধ ধাতু ও জলের সঙ্গে প্রতিক্রিয়া ঘটায় ফলে দুর্গন্ধ দূর হয়।
হাতে কয়েক ফোঁটা লেবুর রস মাখিয়ে ঠান্ডা জলে হাত ঘষে ধুয়ে ফেলুন। চাইলে ওই লেবুর রসের সঙ্গে একটু নুন মিশিয়ে নিতে পারেন, এতে গন্ধ দূর হবে সহজেই।
বাজে গন্ধ দূর করতে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। হাতে কয়েক ফোঁটা ভিনেগার নিয়ে ভালো করে ঘষে জল দিয়ে হাত ধুয়ে ফেলুন।
বার বার সাবান দিয়ে হাত ধোয়ার পরিবর্তে, দুর্গন্ধ দূর করতে সহজেই কাজে আসে ডিশ ওয়াশিং জেল। তবে, ধোয়ার পর হ্যান্ড ক্রিম বা ময়াশ্চার লাগাতে ভুলবেন না যেন!