Rosogolla: রসগোল্লার রস ফেলে না দিয়ে কাজে লাগান এই ৫ উপায়ে, বাঁচবে চিনির খরচ
Kitchen Tips: দোকান থেকে রসগোল্লা কিনলে এক বাটি রস ফ্রি। বেশিরভাগ মানুষই এই রসগোল্লার রস ফেলে দেন। কিন্তু এই রস বা সিরা মোটেও ফেলে দেওয়ার জিনিস নয়। রসগোল্লার রস দিয়ে আপনি সেরে ফেলতে পারেন রান্নাঘরের একগুচ্ছ কাজ। কীভাবে, সেটারই খোঁজ দেব আজকে।