Skin Care Tips: ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন, আর স্ক্রাবের প্রয়োজন পড়বে না

TV9 Bangla Digital | Edited By: megha

Jul 13, 2023 | 12:50 PM

Wet Cloth for Skin: রাস্তায় বেরিয়ে গরম হচ্ছে, মুখ মুছে নিলেন ওয়েট টিস্যু দিয়ে। বাড়ি ফিরে ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিলেন। এই ভিজে তোয়ালে বা ওয়েট টিস্যু মুখ মুছলে কী হয়, জানেন? ভিজে তোয়ালে কীভাবে মুখ মুছলে মিলবে উপকারিতা, চলুন জেনে নেওয়া যাক।

1 / 8
রাস্তায় বেরিয়ে গরম হচ্ছে, মুখ মুছে নিলেন ওয়েট টিস্যু দিয়ে। বাড়ি ফিরে ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিলেন। এই ভিজে তোয়ালে বা ওয়েট টিস্যু মুখ মুছলে কী হয়, জানেন?

রাস্তায় বেরিয়ে গরম হচ্ছে, মুখ মুছে নিলেন ওয়েট টিস্যু দিয়ে। বাড়ি ফিরে ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিলেন। এই ভিজে তোয়ালে বা ওয়েট টিস্যু মুখ মুছলে কী হয়, জানেন?

2 / 8
মুখ মোছার জন্য সবসময় নরম ও মসৃণ ফ্যাব্রিক ব্যবহার করা হয়। মসলিন কাপড় বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বকের কোনও ক্ষতি হয় না। পাশাপাশি ত্বকের সমস্যাও কমে যায়।

মুখ মোছার জন্য সবসময় নরম ও মসৃণ ফ্যাব্রিক ব্যবহার করা হয়। মসলিন কাপড় বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বকের কোনও ক্ষতি হয় না। পাশাপাশি ত্বকের সমস্যাও কমে যায়।

3 / 8
বিশেষজ্ঞদের মতে, ওয়েট টিস্যু বা ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছলে সমস্ত মৃত কোষ পরিষ্কার হয়ে যায়। কিন্তু ভিজে তোয়ালে কীভাবে মুখ মুছলে মিলবে উপকারিতা, চলুন জেনে নেওয়া যাক।

বিশেষজ্ঞদের মতে, ওয়েট টিস্যু বা ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছলে সমস্ত মৃত কোষ পরিষ্কার হয়ে যায়। কিন্তু ভিজে তোয়ালে কীভাবে মুখ মুছলে মিলবে উপকারিতা, চলুন জেনে নেওয়া যাক।

4 / 8
মৃত কোষ দূর করতে বেশিরভাগ মানুষ স্ক্রাবের সাহায্য নেন। কিন্তু বাজার চলতি স্ক্রাব যে খুব বেশি কার্যকর হয় না। তাই ভিজে কাপড় দিয়ে সেরে ফেলতে পারেন রূপচর্চা।

মৃত কোষ দূর করতে বেশিরভাগ মানুষ স্ক্রাবের সাহায্য নেন। কিন্তু বাজার চলতি স্ক্রাব যে খুব বেশি কার্যকর হয় না। তাই ভিজে কাপড় দিয়ে সেরে ফেলতে পারেন রূপচর্চা।

5 / 8
প্রথমে মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। মুখ থেকে তেল, ময়লা, মেকআপ সমস্ত পরিষ্কার হয়ে যাবে। এরপর ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছতে হবে।

প্রথমে মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। মুখ থেকে তেল, ময়লা, মেকআপ সমস্ত পরিষ্কার হয়ে যাবে। এরপর ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছতে হবে।

6 / 8
Skin Care Tips: ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন, আর স্ক্রাবের প্রয়োজন পড়বে না

7 / 8
কপাল, নাক, গালের উপর বেশি জোর দেবেন। এসব জায়গায় কোষ দ্রুত গঠিত হয়। পাশাপাশি গলা ও ঘাড়েরও বুলিয়ে নেবেন ভিজে কাপড়। ১-২ মিনিটের বেশি ত্বকে ভিজে কাপড় ঘষবেন না।

কপাল, নাক, গালের উপর বেশি জোর দেবেন। এসব জায়গায় কোষ দ্রুত গঠিত হয়। পাশাপাশি গলা ও ঘাড়েরও বুলিয়ে নেবেন ভিজে কাপড়। ১-২ মিনিটের বেশি ত্বকে ভিজে কাপড় ঘষবেন না।

8 / 8
এই উপায়ে মুখের উপর ভিজে কাপড় মুছলে ত্বকের কোনও ক্ষতি হবে না। পাশাপাশি আপনি পেয়ে যাবেন মসৃণ ত্বক। এই টেকনিক জেনে গেলে আর এক্সফোলিয়েশনের প্রয়োজন নেই। এই ভিজে কাপড় আবার কেচে তুলে রাখুন।  

এই উপায়ে মুখের উপর ভিজে কাপড় মুছলে ত্বকের কোনও ক্ষতি হবে না। পাশাপাশি আপনি পেয়ে যাবেন মসৃণ ত্বক। এই টেকনিক জেনে গেলে আর এক্সফোলিয়েশনের প্রয়োজন নেই। এই ভিজে কাপড় আবার কেচে তুলে রাখুন।  

Next Photo Gallery