Skin Care Tips: ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন, আর স্ক্রাবের প্রয়োজন পড়বে না
Wet Cloth for Skin: রাস্তায় বেরিয়ে গরম হচ্ছে, মুখ মুছে নিলেন ওয়েট টিস্যু দিয়ে। বাড়ি ফিরে ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিলেন। এই ভিজে তোয়ালে বা ওয়েট টিস্যু মুখ মুছলে কী হয়, জানেন? ভিজে তোয়ালে কীভাবে মুখ মুছলে মিলবে উপকারিতা, চলুন জেনে নেওয়া যাক।