
মুখ কী ভাবে আরও বেশি ঝকঝকে করে তোলা যাবে তা নিয়ে চিন্তার শেষ থাকে না। যতই মুখ ঝকঝকে তকতকে থাক না কেন সকলেই আরও বেশি সুন্দর হয়ে উঠতে চান। রূপচর্চা করলে আমাদের মনও ভাল থাকে

তবে সারাদিন পরিশ্রম, রোদে ঘোরা, ঘাম, গরমের পর মুখের এমন হাল হয় যে সেদিকে তাকানোই যায় না। শুধু ক্রিম, সিরাম, ফেসওয়াশে তখন কাজ হয় না। মুখে নোংরা বসতে বসে এক সময় একটা স্তর পড়ে যায়। তখন ত্বকে কোনও হাওয়া চলাচলের সুযোগ থাকে না

রোদ, ঘামে মুখ অনেক বেশি কালো দেখায়। মুখে ময়লাও বসে বেশি। এর জন্য দরকার ডিপ ক্লিনিং এর। সব সময় পার্লারে গিয়ে ফেসিয়াল করার সুযোগ সকলের থাকে না। আর ফেসিয়াল যেমন খরচসাধ্য তেমনই অতিরিক্ত কেমিক্যালের ব্যাবহারও ঠিক নয়

সেক্ষেত্রে বাড়িতে শুধু বেসন থাকলেই কামাল হয়ে যাবে। রূপচর্চার ক্ষেত্রে খুবই উপকারী হল এই বেসন। বেসন দিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগালে মুখ ঝকঝকে থাকবে। তবে শুধু মিশিয়ে নিতে হবে এই একটি উপাদান

বেসনের সঙ্গে মিশিয়ে নিন তেজপাতা। তেজপাতায় অনেকটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা পিগমেন্টেশন দূর করে। তেজপাতা কয়েকটা নিয়ে এক বাটি জলে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে তেজপাতা ভাল করে ফুটিয়ে নিন

এবার তা ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। টোনার হিসেবেও ভাল কাজ করে এই তেজপাতা। দিনে দুবার লাগাতে পারলে খুব ভাল কাজ হয় সেই সঙ্গে বয়সের ছাপ কমাতেও তা সাহায্য করে

বেসন, তেজপাতার জল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার এতে অল্প অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। ২০-২৫ মিনিট রেখে মুখ জল দিয়ে ভাল করে ধুয়ে নিতে হবে। এতে মুখ নরম হয় আর দারুণ গ্লো আসে। মুখ কালো হয় না এতে

মুখ ভাল করে মুছে তেজপাতার জল, কয়েক ফোঁটা গ্লিসারিন এতে মিশিয়ে নিন। এবার এই জল তুলোয় নিয়ে পুরো মুখে লাগাতে হবে। এতে ওপেন পোরসের সমস্যা দূর হয়ে যাবে। এই ভাবে বানিয়ে নিন তেজপাতার টোনার। এরপর কোনও একটা ক্রিম লাগিয়ে নিন