Night Cream: রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেলের মধ্যে এই একটি উপাদান মেশালেই ত্বক থাকবে টানটান

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Sep 04, 2023 | 9:30 AM

Coconut Oil For Skin: যবের আটা ত্বকের জন্য খুব ভাল আর তা স্ক্রাবিং হিসেবেও সুন্দর কাজ করে। গরম দুধে যবের আটা মিশিয়ে প্যাক বানিয়ে নিতে হবে। সুযোগ বুঝে তা মুখে লাগান

1 / 8
বয়সের সঙ্গে সঙ্গে মুখে কালো দাগ-ছোপ পড়তে থাকে। চামড়া কুঁচকে যায়, মুখের জৌলুষ হারিয়ে যায়, একাধিক সমস্যা হয়। চোখের তলায় কালী, মুখে স্ট্রেসের ছাপও এই সময় বেশি পড়ে।

বয়সের সঙ্গে সঙ্গে মুখে কালো দাগ-ছোপ পড়তে থাকে। চামড়া কুঁচকে যায়, মুখের জৌলুষ হারিয়ে যায়, একাধিক সমস্যা হয়। চোখের তলায় কালী, মুখে স্ট্রেসের ছাপও এই সময় বেশি পড়ে।

2 / 8
আর তাই নিয়মিত ত্বকের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। এই সময় শুধু ফেসওয়াশ, ক্রিম নয় মুখের জন্য দরকার পড়ে ম্যাসাজের। যত ভাল ম্যাসাজ হবে তত ভাল রক্ত সঞ্চালন হবে। এতেন মুখের জেল্লা বাড়বে

আর তাই নিয়মিত ত্বকের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। এই সময় শুধু ফেসওয়াশ, ক্রিম নয় মুখের জন্য দরকার পড়ে ম্যাসাজের। যত ভাল ম্যাসাজ হবে তত ভাল রক্ত সঞ্চালন হবে। এতেন মুখের জেল্লা বাড়বে

3 / 8
সময় বাঁচাতে অনেকেই নিয়মিত ফেসিয়াল করেন। শুধু ফেসিয়ালে কাজ হবে না সঙ্গে আরও কিছু করতে হবে। বিশেষত সারা দিনের পর রাতে ত্বকের যত্ন নেওয়া ভীষণই জরুরি।

সময় বাঁচাতে অনেকেই নিয়মিত ফেসিয়াল করেন। শুধু ফেসিয়ালে কাজ হবে না সঙ্গে আরও কিছু করতে হবে। বিশেষত সারা দিনের পর রাতে ত্বকের যত্ন নেওয়া ভীষণই জরুরি।

4 / 8
মুখ ভাল করে ধুয়ে ঘুমোতে যাওয়ার আগে নাইটক্রিম মাখুন। এছাড়াও মাঝেমধ্যে এমন ব্যাক বানিয়ে লাগান। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। চামড়া সুন্দর, উজ্জ্বল আর টানটান থাকবে

মুখ ভাল করে ধুয়ে ঘুমোতে যাওয়ার আগে নাইটক্রিম মাখুন। এছাড়াও মাঝেমধ্যে এমন ব্যাক বানিয়ে লাগান। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। চামড়া সুন্দর, উজ্জ্বল আর টানটান থাকবে

5 / 8
রাতে বাড়ি ফিরে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ভাল করে স্টিম করে নিন। এতে পোরস গুলো ওপেন হয়। অতিরিক্ত নোংরা ময়লা পরিষ্কার হয়, এছাড়াও রক্ত সঞ্চালন ভাল হবে।

রাতে বাড়ি ফিরে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ভাল করে স্টিম করে নিন। এতে পোরস গুলো ওপেন হয়। অতিরিক্ত নোংরা ময়লা পরিষ্কার হয়, এছাড়াও রক্ত সঞ্চালন ভাল হবে।

6 / 8
৩০ মিনিট গরম দুধে এর চামচ ওটস মিশিয়ে রাখুন। এবার ছাঁকনিতে দুধ আর ওটস ছেঁকে নিতে হবে। এর মধ্যে হাফ চামচ নারকেল তেল মিশিয়ে নিতে হবে। তেল ভাল করে মিশলে অ্যালোভেরা জেল মেশান এক চামচ।

৩০ মিনিট গরম দুধে এর চামচ ওটস মিশিয়ে রাখুন। এবার ছাঁকনিতে দুধ আর ওটস ছেঁকে নিতে হবে। এর মধ্যে হাফ চামচ নারকেল তেল মিশিয়ে নিতে হবে। তেল ভাল করে মিশলে অ্যালোভেরা জেল মেশান এক চামচ।

7 / 8
মধুও এক চামচ দিন। মধুর মধ্যে অ্যান্টি এজিং গুণ থাকে। এর ফলে চামড়া টানটান থাকে। আর মধু আমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। ত্বক থেকে ট্যান তুলতে সাহায্য করে মধু। এই প্যাকে একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে দিন।

মধুও এক চামচ দিন। মধুর মধ্যে অ্যান্টি এজিং গুণ থাকে। এর ফলে চামড়া টানটান থাকে। আর মধু আমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। ত্বক থেকে ট্যান তুলতে সাহায্য করে মধু। এই প্যাকে একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে দিন।

8 / 8
বাজার চলতি যে কোনও নাইটক্রিমের থেকে এই মিশ্রণ অনেক ভাল। মুখে এবার তা ভাল করে লাগিয়ে নিতে হবে। সারা মুখে, গলায় লাগিয়ে রাখবেন। শুকনো চামড়াকে গ্লোয়িং করে দেবে এই মিশ্রণ। ৩০ মিনিট পর ভিজে তোয়ালে দিয়ে ভাল করে মুছে নিন। ৭ দিন ব্যবহার করলেই তফাত বুঝতে পারবেন।

বাজার চলতি যে কোনও নাইটক্রিমের থেকে এই মিশ্রণ অনেক ভাল। মুখে এবার তা ভাল করে লাগিয়ে নিতে হবে। সারা মুখে, গলায় লাগিয়ে রাখবেন। শুকনো চামড়াকে গ্লোয়িং করে দেবে এই মিশ্রণ। ৩০ মিনিট পর ভিজে তোয়ালে দিয়ে ভাল করে মুছে নিন। ৭ দিন ব্যবহার করলেই তফাত বুঝতে পারবেন।

Next Photo Gallery