Coconut Oil: ত্বকের জেদি কালো ময়লা তুলতে কী ভাবে কাজে লাগাবেন নারকেল তেল?

Skin Cleansing tips: মুখ খুব ভাল করে পরিষ্কার করে নিয়ে তবেই এই প্যাক লাগাবেন। সপ্তাহে একদিন ডিপ ক্লিনিং খুবই জরুরি

| Edited By: রেশমী প্রামাণিক

Jul 01, 2023 | 7:16 PM

1 / 8
ত্বকের যত্ন ঠিকমতো না নিলে ত্বকে ময়লা জমতে বাধ্য। রোজকার ধুলো-ময়লা দূষণ থেকে ত্বকের উপর ময়লার লেয়ার পড়ে যায়। আর তা তুলে ফেলা মোটেই সহজ কাজ নয়।

ত্বকের যত্ন ঠিকমতো না নিলে ত্বকে ময়লা জমতে বাধ্য। রোজকার ধুলো-ময়লা দূষণ থেকে ত্বকের উপর ময়লার লেয়ার পড়ে যায়। আর তা তুলে ফেলা মোটেই সহজ কাজ নয়।

2 / 8
সব সময় এরকমও নয় যে ফেসওয়াশ দিয়ে মুখ ধুলেই মুখ পরিষ্কার হয়ে যাবে। ত্বকের ভেতর থেকে ময়লা তুলে ফেলতে ডিপ ক্লিনজিং প্রয়োজন।

সব সময় এরকমও নয় যে ফেসওয়াশ দিয়ে মুখ ধুলেই মুখ পরিষ্কার হয়ে যাবে। ত্বকের ভেতর থেকে ময়লা তুলে ফেলতে ডিপ ক্লিনজিং প্রয়োজন।

3 / 8
অনেকেই পার্লারে গিয়ে ফেসিয়াল করান। তবে দিনের পর দিন মুখে কেমিক্যালের প্রয়োগ মোটেই ভাল নয়। এতে ত্বক অনেক তাড়াতাড়ি বুড়িয়ে যায়।

অনেকেই পার্লারে গিয়ে ফেসিয়াল করান। তবে দিনের পর দিন মুখে কেমিক্যালের প্রয়োগ মোটেই ভাল নয়। এতে ত্বক অনেক তাড়াতাড়ি বুড়িয়ে যায়।

4 / 8
চেষ্টা করুন ঘরোয়া উপায়েই ত্বকের পরিচর্যা করার। বাড়িতেই বানিয়ে নিন এই ফেসপ্যাক। এক সপ্তাহ রোজ লাগালে নিজেই তফাত বুঝতে পারবেন। আর খরচাও হবে অনেক কম।

চেষ্টা করুন ঘরোয়া উপায়েই ত্বকের পরিচর্যা করার। বাড়িতেই বানিয়ে নিন এই ফেসপ্যাক। এক সপ্তাহ রোজ লাগালে নিজেই তফাত বুঝতে পারবেন। আর খরচাও হবে অনেক কম।

5 / 8
ত্বকের রুক্ষ্ম ভাব, ত্বকে গুড়ি গুড়ি দানা বেরোলে কিংবা কালছে ছোপ পড়লে তা দূর করুন এই উপায়ে। চাল গুঁড়ো, টমেটোর পেস্ট, নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।

ত্বকের রুক্ষ্ম ভাব, ত্বকে গুড়ি গুড়ি দানা বেরোলে কিংবা কালছে ছোপ পড়লে তা দূর করুন এই উপায়ে। চাল গুঁড়ো, টমেটোর পেস্ট, নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।

6 / 8
এই পেস্ট লাগানোর আগে অবশ্য মুখ খুব ভাল করে ধুয়ে নিতে হবে। এবার এই প্যাক মুখে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন।

এই পেস্ট লাগানোর আগে অবশ্য মুখ খুব ভাল করে ধুয়ে নিতে হবে। এবার এই প্যাক মুখে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন।

7 / 8
শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। মুখ পরিষ্কার হলে মুখে গোলাপ জল লাগিয়ে নিতে হবে।

শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। মুখ পরিষ্কার হলে মুখে গোলাপ জল লাগিয়ে নিতে হবে।

8 / 8
ত্বকে রুক্ষ্ম ভাব দানা বেরিয়ে যাওয়া, কালচে ছোপ পড়ে যাওয়া এমন সমস্যা অনেকেরই থাকে। এতে ওপন পোরসের সমস্যা মিটে যায়। ত্বক ভাল থাকে। কালচে ভাবও দূর হয়ে যায়।

ত্বকে রুক্ষ্ম ভাব দানা বেরিয়ে যাওয়া, কালচে ছোপ পড়ে যাওয়া এমন সমস্যা অনেকেরই থাকে। এতে ওপন পোরসের সমস্যা মিটে যায়। ত্বক ভাল থাকে। কালচে ভাবও দূর হয়ে যায়।