Skin Care: অ্যাসিডিটির সমস্যা থেকে রান্না সর্বঘটে কাঁঠালি কলা ENO দিয়ে এবার করুন বডি পালিশ

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jul 13, 2023 | 6:52 AM

Steps For Body Polishing: একবার এইভাবে বডি পলিশ করলে আর পার্লারে যাওয়ার প্রয়োজনীয়তা পড়বে না। সময়ও বাঁচবে অনেকটা

1 / 8
ত্বক আর চুল নিয়ে মেয়েরা বড়ই খুঁতখুঁতে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই নিয়ে অভিযোগ যেন বাড়তেই থাকে।

ত্বক আর চুল নিয়ে মেয়েরা বড়ই খুঁতখুঁতে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই নিয়ে অভিযোগ যেন বাড়তেই থাকে।

2 / 8
মুখের জন্য হাজারটা ক্রিম, ফেসিয়াল, লোশন এসব থাকা সত্ত্বেও শান্তি নেই। রাজ্যের আবহাওয়া যেভাবে অসহ্য হয়ে উঠছে তাতে শরীরের পাশাপাশি ত্বকের উপরও প্রভাব বড়ছে

মুখের জন্য হাজারটা ক্রিম, ফেসিয়াল, লোশন এসব থাকা সত্ত্বেও শান্তি নেই। রাজ্যের আবহাওয়া যেভাবে অসহ্য হয়ে উঠছে তাতে শরীরের পাশাপাশি ত্বকের উপরও প্রভাব বড়ছে

3 / 8
এই গরম ঘামে মুখ খুবই কালো দেখায়। সব সময় পার্লারে যাওয়া সম্ভব নয়। কাজের চাপে এত কিছু মনেও থাকে না।

এই গরম ঘামে মুখ খুবই কালো দেখায়। সব সময় পার্লারে যাওয়া সম্ভব নয়। কাজের চাপে এত কিছু মনেও থাকে না।

4 / 8
আর তাই বাড়িতে এই ভাবে রূপচর্চা করুন। ভ্যাপসা গরমে ত্বক ভাল থাকবে। তাই এক্ষেত্রে কাজে লাগাতে পারেন ENO

আর তাই বাড়িতে এই ভাবে রূপচর্চা করুন। ভ্যাপসা গরমে ত্বক ভাল থাকবে। তাই এক্ষেত্রে কাজে লাগাতে পারেন ENO

5 / 8
শুনে অবাক হচ্ছেন? বেকিং এর ক্ষেত্রেও যেমন এই ইনো কাজে লাগানো যায় তেমনই তা কাজে লাগানো যায় রূপচর্চার ক্ষেত্রেও

শুনে অবাক হচ্ছেন? বেকিং এর ক্ষেত্রেও যেমন এই ইনো কাজে লাগানো যায় তেমনই তা কাজে লাগানো যায় রূপচর্চার ক্ষেত্রেও

6 / 8
ইনোর মধ্যে দারুণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। ত্বকের পিএইচ বজায় রাখতে আর আর্দ্রতা বজায় রাখতেও কাজে আসে এই ইনো।

ইনোর মধ্যে দারুণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। ত্বকের পিএইচ বজায় রাখতে আর আর্দ্রতা বজায় রাখতেও কাজে আসে এই ইনো।

7 / 8
এক প্যাকেট ইনো, রোজকার ব্যবহারের শ্যাম্পু এক চামচ, লেবুর রস, হলুদ আর গোলাপ জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে।

এক প্যাকেট ইনো, রোজকার ব্যবহারের শ্যাম্পু এক চামচ, লেবুর রস, হলুদ আর গোলাপ জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে।

8 / 8
হাতে, পায়ে ভাল করে লাগিয়ে নিয়ে শুকিয়ে গেলে ধুয়ে নিতে হবে। এরপর নারকেল তেল, অ্যালোভেরা জেল, গোলাপ জল একসঙ্গে মিশিয়ে ভাল করে ম্যাসাজ করে জল দিয়ে মুছে নিন শুকনো করে। ব্যাস এবার তফাত নিজেই দেখুন।

হাতে, পায়ে ভাল করে লাগিয়ে নিয়ে শুকিয়ে গেলে ধুয়ে নিতে হবে। এরপর নারকেল তেল, অ্যালোভেরা জেল, গোলাপ জল একসঙ্গে মিশিয়ে ভাল করে ম্যাসাজ করে জল দিয়ে মুছে নিন শুকনো করে। ব্যাস এবার তফাত নিজেই দেখুন।

Next Photo Gallery