Flour Face Pack: ময়দা এভাবে মুখে মাখলে ত্বক হবে উজ্জ্বল, ধরে রাখতে পারবেন যৌবন!

ময়দা শুধু রান্নার উপকরণ নয়, ত্বকের যত্নেও এটি দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। ময়দা ত্বকের ময়লা টেনে বের করে, মৃত কোষ দূর করে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। জেনে নিন কীভাবে ত্বকের যত্নে ময়দা ব্যবহার করবেন।

Aug 24, 2025 | 5:18 PM

1 / 8
রান্না করার জন্যই যে শুধু ময়দা ব্যবহার করা হয় তেমনটা নয়, এটি ত্বকের যত্নেও কার্যকরী। দীর্ঘকাল ধরে ত্বকের যত্নে ময়দা ব্যবহৃত হয়ে আসছে।

রান্না করার জন্যই যে শুধু ময়দা ব্যবহার করা হয় তেমনটা নয়, এটি ত্বকের যত্নেও কার্যকরী। দীর্ঘকাল ধরে ত্বকের যত্নে ময়দা ব্যবহৃত হয়ে আসছে।

2 / 8
 ময়দা ত্বকের ময়লা টেনে বের করে, মৃত কোষ দূর করে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। জেনে নিন কীভাবে ত্বকের যত্নে ময়দা ব্যবহার করবেন।

ময়দা ত্বকের ময়লা টেনে বের করে, মৃত কোষ দূর করে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। জেনে নিন কীভাবে ত্বকের যত্নে ময়দা ব্যবহার করবেন।

3 / 8
দাগ-ছোপ হালকা করতে ময়দার ফেসপ্যাক লাগাতে পারেন। উপকরণ: ময়দা – ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো – হাফ চা চামচ, দুধ – ১ টেবিল চামচ, লেবুর রস – কয়েক ফোঁটা। সব উপকরণ মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। লেবু ও হলুদ ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে।

দাগ-ছোপ হালকা করতে ময়দার ফেসপ্যাক লাগাতে পারেন। উপকরণ: ময়দা – ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো – হাফ চা চামচ, দুধ – ১ টেবিল চামচ, লেবুর রস – কয়েক ফোঁটা। সব উপকরণ মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। লেবু ও হলুদ ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে।

4 / 8
শুষ্ক ত্বক মোলায়েম করতে যেভাবে ময়দার ফেসপ্যাক বানাবেন - উপকরণ: ময়দা – ২ টেবিল চামচ, মধু – ১ চা চামচ, দুধ – ১ টেবিল চামচ, বাদাম তেল – কয়েক ফোঁটা। সব উপকরণ দিয়ে একটি পেস্ট তৈরি করে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।মধু ও বাদাম তেল ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে।

শুষ্ক ত্বক মোলায়েম করতে যেভাবে ময়দার ফেসপ্যাক বানাবেন - উপকরণ: ময়দা – ২ টেবিল চামচ, মধু – ১ চা চামচ, দুধ – ১ টেবিল চামচ, বাদাম তেল – কয়েক ফোঁটা। সব উপকরণ দিয়ে একটি পেস্ট তৈরি করে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।মধু ও বাদাম তেল ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে।

5 / 8
তৈলাক্ত ত্বকের জন্য যেভাবে ময়দার ফেসপ্যাক বানাতে পারেন তা জেনে নিন। উপকরণ: ময়দা – ২ টেবিল চামচ, দই – ১ টেবিল চামচ, গোলাপ জল – কয়েক ফোঁটা। সব উপকরণ মিশিয়ে একখানা প্যাক তৈরি করুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের অতিরিক্ত তেল কমায় ও ত্বক টানটান করে।

তৈলাক্ত ত্বকের জন্য যেভাবে ময়দার ফেসপ্যাক বানাতে পারেন তা জেনে নিন। উপকরণ: ময়দা – ২ টেবিল চামচ, দই – ১ টেবিল চামচ, গোলাপ জল – কয়েক ফোঁটা। সব উপকরণ মিশিয়ে একখানা প্যাক তৈরি করুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের অতিরিক্ত তেল কমায় ও ত্বক টানটান করে।

6 / 8
ব্রণ কমাতে ও ত্বক পরিষ্কার রাখতে ময়দার ফেসপ্যাক -  উপকরণ: ময়দা – ২ টেবিল চামচ, নিমপাতার গুঁড়ো – হাফ চা চামচ, অ্যালোভেরা জেল – ১ চা চামচ, জল – প্রয়োজনমতো। একটি প্যাক তৈরি করে মুখে লাগান। ১৫–২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। নিমপাতা অ্যান্টিব্যাকটেরিয়াল, ব্রণ ও র‍্যাশ কমাতে সাহায্য করে।

ব্রণ কমাতে ও ত্বক পরিষ্কার রাখতে ময়দার ফেসপ্যাক - উপকরণ: ময়দা – ২ টেবিল চামচ, নিমপাতার গুঁড়ো – হাফ চা চামচ, অ্যালোভেরা জেল – ১ চা চামচ, জল – প্রয়োজনমতো। একটি প্যাক তৈরি করে মুখে লাগান। ১৫–২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। নিমপাতা অ্যান্টিব্যাকটেরিয়াল, ব্রণ ও র‍্যাশ কমাতে সাহায্য করে।

7 / 8
ত্বক টানটান ও উজ্জ্বল করতে ময়দার ফেসপ্যাক - উপকরণ: ময়দা – ২ টেবিল চামচ, ডিমের সাদা অংশ – ১টি, মধু – হাফ চা চামচ। সব উপকরণ মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে টান টান ভাব চলে আসবে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। ডিমের সাদা অংশ ত্বক টানটান করবে আর মধু উজ্জ্বলতা এনে দেবে।

ত্বক টানটান ও উজ্জ্বল করতে ময়দার ফেসপ্যাক - উপকরণ: ময়দা – ২ টেবিল চামচ, ডিমের সাদা অংশ – ১টি, মধু – হাফ চা চামচ। সব উপকরণ মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে টান টান ভাব চলে আসবে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। ডিমের সাদা অংশ ত্বক টানটান করবে আর মধু উজ্জ্বলতা এনে দেবে।

8 / 8
কিছু বিষয় মাথায় রাখতে হবে - ময়দার ফেসপ্যাক সপ্তাহে ২–৩ বার ব্যবহার করতে পারেন। নতুন কিছু ফেসপ্যাক মুখে লাগানোর আগে প্যাচ টেস্ট করতে হবে। তবে ব্রণ বা সংবেদনশীল ত্বকে খুব ঘন ঘন ব্যবহার করবেন না।

কিছু বিষয় মাথায় রাখতে হবে - ময়দার ফেসপ্যাক সপ্তাহে ২–৩ বার ব্যবহার করতে পারেন। নতুন কিছু ফেসপ্যাক মুখে লাগানোর আগে প্যাচ টেস্ট করতে হবে। তবে ব্রণ বা সংবেদনশীল ত্বকে খুব ঘন ঘন ব্যবহার করবেন না।