Skin Care with Garlic: রান্নায় শুধু রসুন ব্যবহার করেন? এবার মুখেও মেখে নিন এক কোয়া
TV9 Bangla Digital | Edited By: megha
Apr 22, 2023 | 7:45 AM
Skin Care Tips: ব্রণর সমস্যায় ভুগছেন? চুলেও হাজার এক সমস্যা লেগে রয়েছে? ভরসা রাখুন রসুনের উপর। রসুনের মধ্যে অ্যান্টি-এজিং, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং ত্বককে মসৃণ করে তোলার গুণ রয়েছে। নিয়মিত ত্বকে রসুন লাগাতে মিলতে পারে হাজারো উপকারিতা।
1 / 8
রসুন ছাড়াতে বেশ ঝামেলা পোহাতে হয়। তার উপর হাতে গন্ধ ছাড়ে। কিন্তু আদা-রসুন দিয়ে কষিয়ে রান্না করলে আঙুল চাটেন। এই রসুন খেলে স্বাস্থ্যের উপকারই হয়। কিন্তু খাওয়া ছাড়াও রসুন দিয়ে রূপচর্চা সেরে ফেলতে পারেন। জানেন?
2 / 8
ব্রণর সমস্যায় ভুগছেন? চুলেও হাজার এক সমস্যা লেগে রয়েছে? ভরসা রাখুন রসুনের উপর। রসুনের মধ্যে অ্যান্টি-এজিং, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং ত্বককে মসৃণ করে তোলার গুণ রয়েছে। নিয়মিত ত্বকে রসুন লাগাতে মিলতে পারে হাজারো উপকারিতা।
3 / 8
ত্বকের উপর রসুন লাগালে এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে। এতে আপনার ত্বকের জেল্লাও বৃদ্ধি পায়। পাশাপাশি রসুন ত্বকের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাও বাড়িয়ে তোলে। ত্বকের যত্নে কীভাবে রসুন ব্যবহার করবেন, রইল টিপস।
4 / 8
ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস ত্বকের খুব সাধারণ সমস্যা। এই সমস্যাকে দূর করে ২-৩টে রসুন বেটে করে নিন। এতে ১ চামচ ওটস, ২ ফোঁটা টি ট্রি অয়েল, অল্প মধু ও লেবুর রস মিশিয়ে নিন। এটি মুখে লাগিয়ে ভাল করে ঘষে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ দিয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার ব্যবহার করলে আপনি নিজেই পার্থক্য দেখতে পারেন।
5 / 8
ব্রণর সমস্যা দূর করে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। রসুন বেটে তার রস বের করে নিন। এবার এই রসুনের রস ব্রণর উপর লাগান। ৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ব্রণর লালচে ভাব ও জ্বালাভাব দূর হয়ে যাবে।
6 / 8
গরম পড়তে ওপেন-পোরসের সমস্যায় ভুগছেন? ৪ কোয়া রসুন অর্ধেক টমেটোর সঙ্গে বেটে নিয়ে ত্বকের উপর লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বককে টানটান করে তুলবে। পাশাপাশি দূর হয়ে যাবে ওপেন-পোরস।
7 / 8
শ্যাম্পুর মধ্যে রসুনের কয়েকটা কোয়া ফেলে দিন। এতে মধুও মিশিয়ে রাখুন। একই কাজ করতে পারেন কন্ডিশনারের সঙ্গে। ওই শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করলে আপনার চুলের গঠন ভাল হবে এবং খুশকির সমস্যা আপনার ধারে কাছে ঘেঁষবে না।
8 / 8
পাকা চুলের সমস্যা দূর করে নারকেল তেলের সঙ্গে গোলমরিচ ও ৩ কোয়া রসুন ভাল করে ফুটিয়ে নিন। ওই তেল ঠান্ডা করে নিয়মিত চুলে মালিশ করুন। কয়েকদিন ব্যবহারের পর আপনি নিজেই তফাৎ বুঝতে পারবেন।