Home Remedies: পুজোর আগে উজ্জ্বল ত্বক পেতে চান? এই ৩ উপাদান দিয়ে সেরে ফেলুন রূপচর্চা
TV9 Bangla Digital | Edited By: megha
Sep 20, 2023 | 2:29 PM
Skin Care Tips: গ্লিসারিন ত্বকের আর্দ্রতা বজায় রাখে। গোলাপ জল ব্যবহার করা হয় টোনার হিসেবে। আর লেবুর রস মাখলে মুখের যাবতীয় দাগছোপ উধাও হয়ে যায়। গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস—এই তিনটে উপাদানই রূপচর্চায় ব্যবহার করা হয়। কিন্তু কখনও এই তিন উপাদানকে একসঙ্গে ব্যবহার করে দেখেছেন?
1 / 8
গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস—এই তিনটে উপাদানই রূপচর্চায় ব্যবহার করা হয়। কিন্তু কখনও এই তিন উপাদানকে একসঙ্গে ব্যবহার করে দেখেছেন?
2 / 8
গ্লিসারিন ত্বকের আর্দ্রতা বজায় রাখে। গোলাপ জল ব্যবহার করা হয় টোনার হিসেবে। আর লেবুর রস মাখলে মুখের যাবতীয় দাগছোপ উধাও হয়ে যায়। তাই রূপচর্চার দুনিয়ায় এগুলোর কদর বেশি।
3 / 8
গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস—এই তিন উপাদান একসঙ্গে ব্যবহার করলে, ফিরে পাওয়া যায় ত্বকের হারানো জেল্লা। গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস ব্যবহারে কী-কী উপকার পাওয়া যায় এবং কীভাবে ব্যবহার করবেন, চলুন দেখে নেওয়া যাক।
4 / 8
গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস—এই তিনটে উপাদান একসঙ্গে মিশিয়ে মুখে মাখুন। এটি আপনার ত্বককে ময়েশ্চারাইজড করতেও সাহায্য করবে। রোজ এটি মাখলে আপনার ত্বকের যাবতীয় সমস্যা চিরতরে দূর হবে।
5 / 8
মুখ পরিষ্কার করতে ব্যবহার করুন গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস। ১ চামচ করে গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে নিন। এতে ১ চামচ চিনি মিশিয়ে ত্বকের উপর হালকা করে ঘষুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি মুখ থেকে যাবতীয় ধুলোবালি, ময়লা, তেল ও মেকআপ পরিষ্কার করে দেবে।
6 / 8
ত্বককে ময়েশ্চারাইজড করতে এবং জেল্লা ফিরে পেতে গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রসের ফেস মাস্ক ব্যবহার করুন। ফেস মাস্ক আপনার ত্বক থেকে মৃত কোষ ও ব্রণর সমস্যা দূর করে দেবে। এমনকী দাগছোপও কমিয়ে দেবে।
7 / 8
গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস—এই তিন উপাদান সমপরিমাণে নিয়ে মুখে মাখুন। তবেই, আপনি মনের মতো ফল পাবেন। সপ্তাহে একদিন করে এই তিন উপাদান একসঙ্গে ব্যবহার করুন।
8 / 8
মেকআপ সেটিং স্প্রে বানিয়ে নিন। ২০ মিলি গোলাপ জলের সঙ্গে ২ ফোঁটা গ্লিসারিন ও ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি স্প্রে বোতলে ঢেলে ভাল করে ঝাঁকিয়ে নিন। তারপর ফ্রিজে রেখে দিন। মেকআপ শেষে মুখে এটি স্প্রে করতে ত্বক সতেজ দেখাবে এবং মেকআপ দীর্ঘস্থায়ী হবে।