TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Jul 27, 2023 | 10:19 AM
রূপচর্চার সামগ্রীর অভাব নেই। বাজারে প্রোডাক্টে প্রোডাক্টে ছয়লাপ। আর এর মধ্যে সবচেয়ে রমরমা আয়ুর্বেদ উপাদানের। সেই প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ উপাদান দিয়েই রূপচর্চা চলছে
ত্বকের যে কোনও সমস্যার সমাধান লুকিয়ে থাকে এই আয়ুর্বেদ উপাদানের মধ্যেই। আয়ুর্বেদ যে কোনও উপাদানের মধ্যে কোনও রকম রাসায়নিক থাকে না। ফলে ত্বকের কোনও রকম ক্ষতি হয় না।
কস্তূরী হলুদ, মধু, চন্দন, আমন্ড, তিলের তেল এসব তো বছর বছর ধরে কাজে লাগানো হচ্ছে রূপচর্চায়। এই তালিকায় রয়েছে কুমকুমাদি তেলও।
কুমকুমাদি তেল বর্তমানে রূপচর্চাতেও খুব হিট। এই তেল দিয়ে ফেসওয়াশ, সিরাম, ক্রিম থেকে ফেসস্ক্রাব সব কিছুই বানিয়ে নেওয়া যায়। এই তেল কিছুটা ঘণ ও গাঢ়, ব্যবহারের সময় তাই খুব বুঝে শুনে করতে হবে না হলে রোমকূপের মুখ বন্ধ না হয়ে যায়।
নিয়মিত এই কুমকুমাদি তেল ব্যবহার করতে পারলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। কেশর, হলুদ, চন্দনের সঙ্গে এই তেল মিশিয়ে নিতে পারলে খুবই উপকার পাওয়া যায়।
এই তেলের দু ফোঁটাতেই যে কোনও রকম ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায়। ত্বকের রুক্ষ্মভাব, জ্বালাভাব, ত্বকের শুষ্কতা, চুলকানি থেকে মুক্তি দিতে খুব ভাল কাজ করে এই কুমকুমাদি তেল
ট্যান তুলতেও খুব ভাল কাজ করে এই তেল। কাঁচা হলুদের সঙ্গে একটু মধু আর এই তেল কয়েক ফোঁটা মিশিয়ে মুখে লাগান। এতে মুখের জেল্লা ফিরবে আর ট্যানও উঠে যাবে।
ব্রণ, সোরিয়াসিস, একজিমা, রোসেসিয়ার সমস্যা দূর করতেও খুব ভাল কাজ করে এই তেল। চন্দন বেটে নিয়ে ওর সঙ্গে এই তেল দু ফোঁটা মিশিয়ে লাগান। এতে খুব ভাল কাজ হয়। ত্বকের কালো দাগ-ছোপ উঠে যায়।