
গরম আর ভ্যাপসা গরমে ত্বক-শরীরের দফারফা। যতই সানস্ক্রিন মেখে বাড়ির বাইরে বেরনো হোক না কেন মুখে একটা কালো দাগ-ছোপ পড়বেই।

আর এই দাগছোপ তুলতে খুবই সমস্যা হয়। সব সময় ফেসিয়াল কিংবা ব্লিচিং করা যায় না। আর এর মধ্যে যে রাসায়নিক থাকে তা ত্বকের জন্য ক্ষতিকারক। ত্বক এতে অনেক বেশি রুক্ষ্ম হয়ে যায়।

রোজকার ভাতের এই উপাদান মিশিয়ে নিলেই তৈরি হবে দারুণ একটি ফেসস্ক্রাব। মুখের থেকে যাবতীয় ময়লা তো উঠবেই সঙ্গে ফর্সা ভাব আসবে। বাজারচলতি যে কোনও প্যাকের থেকে তা অনেক ভাল।


এবার এই পুরো মিশ্রণটা খুব ভাল করে ব্লেন্ড করে একটা ক্রিমের মত বানিয়ে নিতে হবে। এর মধ্যে দু চামচ জল দিয়ে ভাল করে গুলে নিন।

গুলে নিয়ে পুরো মিশ্রণটি ছেঁকে রেখে দিন। হালকা আঁচে এই মিশ্রণটি একদম ভাল করে নাড়িয়ে নিতে হবে। এবার তা ফুটিয়ে ঘন করে নিন।

এই ফেসপ্যাক খুব ভাল করে মুখ ধুয়ে নিয়ে তারপর লাগান। তবে গরম অবস্থায় নয়, ঠান্ডা করে তবেই লাগান। ভাতের মধ্যে প্রোটিন-ভিটামিন থাকে যা ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে।

এই ফেসপ্যাক মুখে ২০ মিনিট লাগিয়ে শুকনো করে নিয়ে তবে ধুয়ে নিন। যদি মুখ বিবর্ণ হয়ে থাকে তাহলে মুখের ফর্সা ভাবও ফিরবে এই ফেসপ্যাকের জেরেই।