Vitamin E: মাথার চুল থেকে পায়ের নখ—ভাল রাখবে ভিটামিন ই
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 21, 2023 | 6:28 PM
Beauty Tips: ডায়েট ছাড়াও আরও এক উপায়ে ভিটামিন ই কাজে আসতে পারে আপনি রূপচর্চায়। তা হল ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে থাকা তরল নির্যাস আপনার ত্বক ও চুলকে নানা উপায়ে সাহায্য করতে পারে। ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে কার্যকর এই ভিটামিন।
1 / 8
ভিটামিন ই হল আমাদের দেহের অপরিহার্য পুষ্টি। এই ভিটামিন সুন্দর ত্বক, মজবুত চুল গঠনে বিশেষ ভূমিকা পালন করে। দেহে এই ভিটামিনের ঘাটতি থাকলে ত্বক ও চুলের নানা সমস্যা দেখা দেয়।
2 / 8
ত্বক ও চুলের খেয়াল রাখতে ডায়েট ভিটামিন ই সমৃদ্ধ খাবার রাখার দরকার। এর জন্য আপনি আমন্ড, টমেটো, বাদাম, সূর্যমুখীর দানা, আম, গাজর, ক্যাপসিকাম, সবুজ শাকসবজি খেতে পারেন।
3 / 8
ডায়েট ছাড়াও আরও এক উপায়ে ভিটামিন ই কাজে আসতে পারে আপনি রূপচর্চায়। তা হল ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে থাকা তরল নির্যাস আপনার ত্বক ও চুলকে নানা উপায়ে সাহায্য করতে পারে।
4 / 8
ভিটামিন ই ক্যাপসুলের পাশাপাশি ভিটামিন ই অয়েল এবং ভিটামিন ই সিরাম ও ত্বকে ও চুলের জন্য উপকারী। ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে কার্যকর এই ভিটামিন।
5 / 8
ভিটামিন ই তেল আপনার ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। সূর্যরশ্মির হাত থেকে রক্ষা করে। এবং বলিরেখা, সূক্ষ্মরেখার মতো ত্বকের বার্ধক্যকে আপনার ধারে কাছে ঘেঁষতে দেয় না।
6 / 8
মজবুত চুল গঠনেও সাহায্য করে ভিটামিন ই। ভিটামিন ই তেল মাখলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া কমে। চুলের অকাল পক্কতাকে রোধ করতেও আপনি ভিটামিন ই তেল ব্যবহার করতে পারেন।
7 / 8
ত্বক ও চুলের পাশাপাশি নখের যত্নতেও বিশেষ ভূমিকা পালন করে ভিটামিন ই। ভিটামিন ই নখকে মজবুত করতে হবে এবং নখের কিউটিকলকে পরিষ্কার ও সংক্রমণ মুক্ত রাখতে সাহায্য করে।
8 / 8
ভিটামিন ই তেল আপনি সরাসরি চুল, ত্বক ও নখের লাগাতে পারেন। এছাড়া ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস নারকেল তেল, অলিভ অয়েলের মতো তেলের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন।