
প্রেমে পড়তে লাগে না বয়স! প্রবাদ বাক্য হলেও কথাটা আজও সত্যি। স্কুল-কলেজ হোক বা অফিস, এমনকি বাসে-ট্রেনেও প্রেমে পড়ার অনেক উদাহরণ রয়েছে। কেবল টিনেজ বয়স নয়, প্রৌঢ়, এমনকি বৃদ্ধ বয়সেও প্রেমে পড়ার ঘটনা বর্তমানে শোনা যাচ্ছে

প্রেম-ভালবাসায় যে বয়স, সৌন্দর্য, আর্থিক স্থিতি প্রধান ফ্যাক্টর হয় না, তার অনেক উদাহরণ বর্তমানেও আখছার দেখা যাচ্ছে। ভালবাসা এমনই অনুভূতি, যা গোপন করা যায় না। আপনার প্রতি কারও এই লক্ষণগুলি প্রকাশ পেলেই বুঝবেন সে আপনার প্রেমে পড়েছে, আপনাকে ভালবাসে

কেউ আপনার প্রেমে পড়লে সে আপনার সঙ্গে কথা বলার সময় নার্ভাস হবে, ইতস্তত বোধ করবে এবং আপনার সঙ্গে বন্ধুত্ব গাঢ় করতে চাইবে। আপনি তাঁর প্রশংসা করলে বা তাঁর চোখের দিকে তাকিয়ে কথা বললে তাঁর চোখ-মুখ উজ্জ্বল হয়ে উঠবে

কেউ আপনার প্রেমে পড়লে সে সবসময় আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবে। আপনি কিছু বললে সেটা মনোযোগ দিয়ে শুনবে, সব বিষয়ে আপনার মতামত নেবে। আপনার প্রশংসাও করবে

আপনার প্রেমে পড়েছে অথচ অনুভূতি গোপন করতে চায়, সেক্ষেত্রে সবসময় কিছু গোপন করতে চাইবে। আই টু আই কন্ট্রাক্ট অর্থাৎ চোখের দিকে তাকাবে না। আবার কেউ আপনার প্রতি আকৃষ্ট হলে সে নিরাপত্তাহীনতায় ভুগবে এবং সেটা তার আচরণে প্রকাশ পাবে। আপনিও তার প্রতি আগ্রহ দেখালে ওই ব্যক্তির মেজাজ খিটখিটে হয়ে উঠবে, অস্বাভাবিক আচরণ করবে

প্রেমে পড়লে সে আপনার সব বিষয়েই আগ্রহ দেখাবে। আপনার ছোট-ছোট কথা, ঘটনা, সাজগোজ, পছন্দ-অপছন্দ, ভাললাগা থেকে সমস্যা সব কিছুই মনে রাখবে। আবার কেউ আপনাকে নিয়ে মজা করলে, টিজ করলে সঙ্গে-সঙ্গে প্রতিবাদ করবে

কারও প্রতি ভাললাগা, প্রেম থাকলে সে কোনও বিপদে পড়লে আগে ঝাঁপিয়ে পড়বে ওই মানুষটি। বেড়ানো হোক বা কোনও কাজ- আপনি বেড়াতে যেতে চাইলে ওই মানুষটি নিজের গুরুত্বপূর্ণ কাজও ছেড়ে দিয়ে আপনার সঙ্গে বেরিয়ে পড়বে

প্রেমের সঙ্গে শরীরের বিশেষ যোগসূত্র রয়েছে। তাই ভালবাসার মানুষের প্রতি শারীরিক আকর্ষণ আসা স্বাভাবিক। কেউ আপনার প্রেমে পড়লে যে কোনও অছিলায় আপনার ঘনিষ্ঠ হওয়ার, হাত ধরা, আলিঙ্গন করা অর্থাৎ কোনভাবে স্পর্শ করার চেষ্টা করবে