ডায়াবেটিস (Diabetes) এখন ঘরে-ঘরে। আগে বেশি বয়সে ডায়াবেটিস শরীরে বাসা বাঁধত। তবে এখন আর তা বয়সের তোয়াক্কা করে না। আর যতদিন যাচ্ছে মাথাচাড়া দিয়ে উঠছে এই সমস্য়া।
আইডিএফ (International Diabetes Fedaation)-এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে বর্তমানে ভারতে ৮০ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত। তাঁদের রিপোর্ট অনুযায়ী ২০৪৫ সালে এই সংখ্যাটা গিয়ে পৌঁছবে আনুমানিক ১৩৫ মিলিয়ন।
এই রোগ নিঃশব্দে শরীরকে শেষ করে দিতে থাকে। আপনার অজান্তেই একাধিক রোগ ডেকে আনে এই মধুমেহ রোগ। কী সেগুলি? জেনে নেওয়া যাক...
হৃদযন্ত্রকে ঝুঁকির মুখে ফেলে এই রোগ। কারণ ডায়াবেটিসের ফলে রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। ফলে হৃদপিণ্ডে স্বাভাবিক রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয়। ফলে হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে।
ডায়াবেটিস সরাসরি কিডনির উপর প্রভাব ফেলে। কিডনিকে বলা হয় 'সাইলেন্ট কিলার',অর্থাৎ এটি ক্ষতিগ্রস্থ হলে সহজে জানা যায় না। তাই ডায়াবেটিস ধরা পড়লে কিডনির চেকআপ জরুরি।
কিডনিসহ ডায়াবেটিস স্নায়ুর উপর প্রভাব ফেলে। একে 'ডায়াবেটিস নিউরোপ্য়াথি' বলা হয়। এই রোগ হলে স্নায়ু ক্ষতিগ্রস্থ হয়। এবং সঠিকভাবে স্নায়ু চলাচল বন্ধ হয়ে যায়।
ডায়াবেটিসের কারণে অবসাদ আসে। শুধু তাই নয় এর কারণে রোগীর মধ্য়ে অ্য়াংজাইটি বাসা বাঁধে। দীর্ঘদিন এই সমস্য়ার সঙ্গে লড়তে লড়তে মানুষজন খিটখিটে হয়ে যান।
যৌন জীবনের উপর প্রভাব ফেলে এই ঘাতক রোগ। যৌনমিলনের ইচ্ছা অবদমিত করে ডায়াবেটিস সেই সঙ্গেই হ্রাস করে শারীরিক ক্ষমতাও।