Glow Face Pack: অফিস থেকে বেরিয়েই পার্টিতে যাবেন বন্ধুদের সঙ্গে? এই ফেসপ্যাক লাগিয়ে নিলে আর ফাউন্ডেশন লাগবে না

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Oct 04, 2023 | 8:30 AM

Instant Whitening Skin Care: পুজোর মরশুমে বন্ধুদের সঙ্গে পার্টি, আড্ডা এসব লেগেই থাকে। আর পার্টিতে যাওয়ার আগে সকলেই চান সুন্দর করে মেকআপ করে যেতে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে পার্টিতে যাওয়া মানেই সুন্দর সেলফি তোলা। আর তাই রইল দারুণ একটি ফেসিয়াল আইডিয়া। এভাবে করলে মুখের গ্লো বাড়বে প্রয়োজন পড়বে না কোনও ক্রিমের

1 / 8
পুজোর মরশুমে বন্ধুদের সঙ্গে পার্টি, আড্ডা এসব লেগেই থাকে। আর পার্টিতে যাওয়ার আগে সকলেই চান সুন্দর করে মেকআপ করে যেতে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে পার্টিতে যাওয়া মানেই সুন্দর সেলফি তোলা। আর তাই রইল দারুণ একটি ফেসিয়াল আইডিয়া। এভাবে করলে মুখের গ্লো বাড়বে প্রয়োজন পড়বে না কোনও ক্রিমের

পুজোর মরশুমে বন্ধুদের সঙ্গে পার্টি, আড্ডা এসব লেগেই থাকে। আর পার্টিতে যাওয়ার আগে সকলেই চান সুন্দর করে মেকআপ করে যেতে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে পার্টিতে যাওয়া মানেই সুন্দর সেলফি তোলা। আর তাই রইল দারুণ একটি ফেসিয়াল আইডিয়া। এভাবে করলে মুখের গ্লো বাড়বে প্রয়োজন পড়বে না কোনও ক্রিমের

2 / 8
একটা ছোট বাটিতে দেড় চামচ চিনি আর এক চামচ গোলাপ জল দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে পাঁচফোঁটা লেবুর রস মিশিয়ে দিতে হে। গোলাপ জল আর লেবুর রস খুব ভাল করে মিশে গেলে ওর মধ্যে এক চামচ বেসন মেশাতে হবে

একটা ছোট বাটিতে দেড় চামচ চিনি আর এক চামচ গোলাপ জল দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে পাঁচফোঁটা লেবুর রস মিশিয়ে দিতে হে। গোলাপ জল আর লেবুর রস খুব ভাল করে মিশে গেলে ওর মধ্যে এক চামচ বেসন মেশাতে হবে

3 / 8
এবার এই বেসন খুব ভাল করে গুলে নিতে হবে। এই প্যাকের মধ্যে হাফ চামচ বিবি ক্রিম বা সিসি ক্রিম মিশিয়ে দিন। এই ক্রিম মুখের ট্যান তুলতে খুব ভাল কাজ করে। মুখের কালো ভাবও দূর হয়ে যায় এই ক্রিমের গুণে

এবার এই বেসন খুব ভাল করে গুলে নিতে হবে। এই প্যাকের মধ্যে হাফ চামচ বিবি ক্রিম বা সিসি ক্রিম মিশিয়ে দিন। এই ক্রিম মুখের ট্যান তুলতে খুব ভাল কাজ করে। মুখের কালো ভাবও দূর হয়ে যায় এই ক্রিমের গুণে

4 / 8
ওয়েট ওয়াইপস দিয়ে মুখ খুব ভাল করে পরিষ্কার করে নিতে হবে। এবার এই বেসনের প্যাক মুখে ভাল করে লাগিয়ে নিতে হবে। মুখ, গলায় মোটা করে এই প্যাক লাগিয়ে নেবেন। এবার ৫ মিনিট মুখে রেখে খুব ভাল করে ম্যাসাজ করে নিন

ওয়েট ওয়াইপস দিয়ে মুখ খুব ভাল করে পরিষ্কার করে নিতে হবে। এবার এই বেসনের প্যাক মুখে ভাল করে লাগিয়ে নিতে হবে। মুখ, গলায় মোটা করে এই প্যাক লাগিয়ে নেবেন। এবার ৫ মিনিট মুখে রেখে খুব ভাল করে ম্যাসাজ করে নিন

5 / 8
এতে মুখে রক্ত সঞ্চালন অনেক ভাল হবে। শরীরের প্রতিটি কোষে রক্ত পৌঁচ্ছবে। এই ঘষতে ঘষতেই দেখবেন মুখ থেকে যাবতীয় ট্যান, ময়লা উঠে আসবে। মুখ অনেক নবেশি পরিষ্কারও হবে। মাসে তিনদিন এই ফেসিয়াল করলে আর কোনও কেমিক্যাল বা পার্লারের ফেসিয়ালের প্রয়োজন নেই

এতে মুখে রক্ত সঞ্চালন অনেক ভাল হবে। শরীরের প্রতিটি কোষে রক্ত পৌঁচ্ছবে। এই ঘষতে ঘষতেই দেখবেন মুখ থেকে যাবতীয় ট্যান, ময়লা উঠে আসবে। মুখ অনেক নবেশি পরিষ্কারও হবে। মাসে তিনদিন এই ফেসিয়াল করলে আর কোনও কেমিক্যাল বা পার্লারের ফেসিয়ালের প্রয়োজন নেই

6 / 8
মুখ এবার একটা ভেজা তোয়ালে দিয়ে খুব ভাল করে মুছে নিতে হবে। এবার তৈরি করুন গ্লো ক্রিম। এক চামচ অ্যালোভেরা জেলের মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। একটা ক্রিম তৈরি হবে মেশাতে মেশাতে

মুখ এবার একটা ভেজা তোয়ালে দিয়ে খুব ভাল করে মুছে নিতে হবে। এবার তৈরি করুন গ্লো ক্রিম। এক চামচ অ্যালোভেরা জেলের মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। একটা ক্রিম তৈরি হবে মেশাতে মেশাতে

7 / 8
শুকনো মুখে এই ক্রিম খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। চোখের তলায় ডার্ক সার্কেল দূর করে দিতে পারে এই ক্রিম। এই ক্রিমের লেয়ার ৫ মিনিট রেখে খুব ভাল করে ম্যাসাজ করে নিতে হবে। যত ভাল ম্যাসাজ করবেন মুখে তত বেশি গ্লো আসবে। এর কারণ একটাই, রক্ত সঞ্চালন ভাল হবে

শুকনো মুখে এই ক্রিম খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। চোখের তলায় ডার্ক সার্কেল দূর করে দিতে পারে এই ক্রিম। এই ক্রিমের লেয়ার ৫ মিনিট রেখে খুব ভাল করে ম্যাসাজ করে নিতে হবে। যত ভাল ম্যাসাজ করবেন মুখে তত বেশি গ্লো আসবে। এর কারণ একটাই, রক্ত সঞ্চালন ভাল হবে

8 / 8
এবার মুখ থেকে তা তুলে ফেলতে হবে। এতেই দেখবেন মুখ খুব ভাল গ্লো করবে। মুখে কোনও রকম ফাউন্ডেশন, বিবি ক্রিম লাগানোর প্রয়োজন পড়বে না। পার্টি বা কোনও অনুষ্ঠানে যাওয়ার থাকলে চোখে একটু কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগান, এতেই ভাল লাগবে দেখতে

এবার মুখ থেকে তা তুলে ফেলতে হবে। এতেই দেখবেন মুখ খুব ভাল গ্লো করবে। মুখে কোনও রকম ফাউন্ডেশন, বিবি ক্রিম লাগানোর প্রয়োজন পড়বে না। পার্টি বা কোনও অনুষ্ঠানে যাওয়ার থাকলে চোখে একটু কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগান, এতেই ভাল লাগবে দেখতে

Next Photo Gallery