Honey for Weight Loss: চিনি ছেড়ে মধু খান এভাবে, ১ মাসে পাতলা হবে কোমর
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 24, 2023 | 2:00 PM
Weight Loss Tips: ওজন কমাতে চাইলে চিনির সঙ্গ ছাড়তে হবে। কিন্তু মিষ্টি স্বাদ পাওয়ার জন্য আপনি মধু ব্যবহার করতে পারেন। বরং, আপনার ওয়েট লস ডায়েটে মধু যোগ করলে মিলতে পারে বিশেষ উপকারিতা। একাধিক স্বাস্থ্য উপকারিতার পাশাপাশি মধু আপনাকে ওজন কমাতে সাহায্য করে।
1 / 8
ওজন কমাতে চাইলে চিনির সঙ্গ ছাড়তে হবে। কিন্তু মিষ্টি স্বাদ পাওয়ার জন্য আপনি মধু ব্যবহার করতে পারেন। বরং, আপনার ওয়েট লস ডায়েটে মধু যোগ করলে মিলতে পারে বিশেষ উপকারিতা।
2 / 8
একাধিক স্বাস্থ্য উপকারিতার পাশাপাশি মধু আপনাকে ওজন কমাতে সাহায্য করে। আর যখন আপনি চিনির বদলে মধু ব্যবহার করেন, তখন আরও উপকারিতা পাওয়া যায়। কারণ চিনির চেয়ে মধুতে ক্যালোরির পরিমাণ কম।
3 / 8
মধুর মধ্যে বিভিন্ন ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। মধু খেলে ওজন বাড়ে না। পাশাপাশি মিষ্টি খাবারের প্রতি আকাঙ্ক্ষা কমাতে সাহায্য করে। অর্থাৎ মিষ্টি খাবার খাওয়ার ইচ্ছা কমে যায়।
4 / 8
মধু হজম ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে। মধুর মধ্যে থাকা এনজাইম, খাবারের মধ্যে থাকা কার্বোহাইড্রেটেডকে ভেঙে দেয়। এটি হজমে সাহায্য করে এবং পাচনতন্ত্রের খেয়াল রাখে। এই উপায়েও আপনি ওজন কমাতে পারবেন।
5 / 8
ওজন ঝরাতে আপনি খালি পেটে লেবুর জল পান করতে পারেন। সেই লেবুর জলে মেশাতে পারেন এক চামচ মধু। এই উপায়ে আপনি শরীর থেকে সমস্ত জমে থাকা দূষিত পদার্থ বের করে দিতে পারেন। এটি আপনাকে ক্যালোরি পোড়াতে সাহায্য করবে।
6 / 8
ওজন কমানোর জন্য আপনাকে ডায়েটের পাশাপাশি শরীরচর্চার উপরও খেয়াল রাখতে হবে। শরীরচর্চার সময় এনার্জির প্রয়োজন পড়ে। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে মধু। প্রি-ওয়ার্কআউট খাবারে মধু মেশান। এতে আপনার যোগব্যায়াম করার শক্তি বাড়বে এবং ওজন ঝরবে।
7 / 8
প্রি-ওয়ার্কআউট খাবার হিসেবে আপনি স্মুদি পান করতে পারেন। ওটস, দুধ, চিয়া সিড, কলা দিয়ে স্মুদি বানিয়ে নিন। এই স্মুদি আপনি ব্রেকফাস্টেও খেতে পারেন। এই স্মুদিতে এক চামচ মধু মিশিয়ে পান করতে পারেন।
8 / 8
এছাড়াও দুধে মধু মিশিয়ে পান করতে পারেন। এছাড়া আপনি যে কোনও ডেজার্টে মধু মিশিয়ে খেতে পারেন। এতে ঘুম ভাল হবে। পাশাপাশি শারীরিক প্রদাহ কমবে। এই উপায়েও আপনি ওজন কমাতে পারেন।