Castor Oil for Hair: চুল উঠে সিঁথি ফাঁকা হয়ে যাচ্ছে? এবার ক্যাস্টর অয়েল ট্রাই করুন
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 07, 2023 | 3:28 PM
Hair Fall Prevention: ভুরু ও চোখের পাতা ঘন করতে অনেকেই ক্যাস্টর অয়েল ব্যবহার করেন। এবার চুলের যত্ন নিতেও ভরসা রাখুন ক্যাস্টর অয়েলের উপর। এই তেল কমাবে চুলের হাজারো সমস্যা।
1 / 8
চুলের যত্ন নেওয়ার জন্য তেল অপরিহার্য। কিন্তু কোন তেল চুলের জন্য সেরা, সেটাই অনেকের অজানা। তবে, চুলের যত্নে ক্যাস্টর অয়েল থাকলে কমতে পারে সমস্যা।
2 / 8
ভুরু ও চোখের পাতা ঘন করতে অনেকেই ক্যাস্টর অয়েল ব্যবহার করেন। এবার চুলের যত্ন নিতেও ভরসা রাখুন ক্যাস্টর অয়েলের উপর। এই তেল কমাবে চুলের হাজারো সমস্যা।
3 / 8
প্রোটিন, ভিটামিন ই, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের মতো বিভিন্ন পুষ্টিতে সমৃদ্ধ ক্যাস্টর অয়েল। নিয়ম করে চুলে যদি ক্যাস্টর অয়েল মাখেন, কী-কী উপকারিতা পাবেন, রইল টিপস।
4 / 8
বর্ষায় চুল পড়ার সমস্যা বাড়ে। ক্যাস্টর অয়েলের মধ্যে ricinoleic acid রয়েছে। এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল পড়াকে প্রতিরোধ করতে সাহায্য করে। পাশাপাশি চুলের গোড়া মজবুত করে।
5 / 8
ক্যাস্টর অয়েলে ওমেগা-৬ ও ওমেগা-৯ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটি চুল ও স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ক্যাস্টর অয়েল মেখে আপনি সহজেই শুষ্ক চুলের সমস্যা দূর করতে পারবেন।
6 / 8
ক্যাস্টর অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান। এই তেল মাখলে আপনি খুশকি, চুলকানির সমস্যা থেকে সহজেই রেহাই পাবেন।
7 / 8
সুন্দর ও মজবুত চুলের জন্য ভিটামিন ই অপরিহার্য। ভিটামিন ই চুলের যাবতীয় সমস্যা কমিয়ে দেয়। ক্যাস্টর অয়েলের মধ্যে ভিটামিন ই রয়েছে। তা এটি আপনাকে এনে দিতে পারে লম্বা, ঘন চুল।
8 / 8
সপ্তাহে একদিন বা দু’দিন ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। কিন্তু সরাসরি চুল বা স্ক্যাল্পে লাগাবেন না। নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে নিয়ে ব্যবহার করুন।