
চুলের দেখভাল করতে গেলে শ্যাম্পু করতেই হবে। শ্যাম্পু ছাড়া আপনি কোনওভাবেই চুল ও স্ক্যাল্প থেকে ময়লা পরিষ্কার করতে পারবেন না। কিন্তু প্রতিবার শ্যাম্পু করার আগে তেল মাখা কি জরুরি?

প্রাচীনকাল থেকে ভারতে চুলের যত্নে তেলের উপর জোর দেওয়া হয়েছে। চুলের গোড়া মজবুত থেকে শুরু করে চুলের সমস্যা দূর করতে তেলের জুড়ি মেলা ভার। চুলের যত্নে তেলের বিকল্প নেই বললেই চলে।

নিয়মিত চুলে তেল মালিশ করলে সবচেয়ে ভাল উপকার পাওয়া যায়। কিন্তু আজকাল তেল মাখার সময় কারও হাতে থাকে না। এক্ষেত্রে শ্যাম্পু করার আগে চুলে তেল মাখাই ভাল।

শ্যাম্পু করার আগে তেল মাখলে, চুলের আর্দ্রতা বজায় রাখতে। তেল চুলের উপর একটি আস্তরণ তৈরি করে, যা ফলে শ্যাম্পু করার পরও আর্দ্রতা নষ্ট হয়ে যায় না।

শীতকালে চুলের ফ্রিজিনেস বেড়ে যায়। কিন্তু তেল মেখে শ্যাম্পু করলে রুক্ষ-শুষ্ক চুলের সমস্যা জাঁকিয়ে বসে না। তেল চুলকে শুষ্ক হতে দেয় না। এতে চুলে স্টাইল করাও অনেক সহজ হয়ে যায়।

স্ক্যাল্পে তেল মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে। এতে স্ক্যাল্পের স্বাস্থ্য় বজায় থাকে। পাশাপাশি চুলের ফলিকলগুলো পুষ্টি পায়। নারকেল তেলের মতো তেল চুলে মাখলে খুশকি, চুলকানির হাত থেকেও মুক্তি পাওয়া যায়।

অনেকেরই অভিযোগ থাকে যে, শ্যাম্পু করার পরও চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা পাওয়া যায় না। কিন্তু শ্যাম্পু করার আগে তেল মাখলে এই সমস্যা থাকে না। বরং, এতে চুল অনেক বেশি নরম ও উজ্জ্বল হয়ে ওঠে।

শ্যাম্পু করার ৩০ মিনিট আগে পরিমাণমতো তেল নিয়ে গরম করে নিন। খুব বেশি গরম করবেন না। এবার ওই তেল স্ক্যাল্পে মালিশ করুন। ৩০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন।