Health Alert : প্রিয় পোষ্যর সঙ্গে রাতে এসি ঘরে ঘুমনো অভ্যাস? শরীর খারাপ অপেক্ষা করছে আপনার জন্য

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Apr 17, 2023 | 5:39 PM

Relationship Between Pets And Humans: গরমে পোষ্যরা একদিক থেকে রেহাই পায় এসি তে থাকলে কিন্তু সব সময় তা ভাল নয়

1 / 8
তাপমাত্রার পারদ যে ভাবে চড়ছে তাতে ঘুম ছুটেছে মানুষের। ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। কয়েক বছর আগেও বাড়িতে AC-থাকা ছিল বিলাসিতার সমান। আর এখন এসি ছাড়া কোনও ভাবেই বাড়িতে টেকা যাচ্ছে না।

তাপমাত্রার পারদ যে ভাবে চড়ছে তাতে ঘুম ছুটেছে মানুষের। ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। কয়েক বছর আগেও বাড়িতে AC-থাকা ছিল বিলাসিতার সমান। আর এখন এসি ছাড়া কোনও ভাবেই বাড়িতে টেকা যাচ্ছে না।

2 / 8
যেটুকু সময় এসি চলছে সেটুকু সময়ই স্বস্তি। লকডাউন পরবর্তী সময়ে বাড়িতে পোষ্য রাখার চল বেড়েছে। কুকুর, পাখি, বিড়াল এখন অনেকের বাড়িতেই আছে। সেই পোষ্যসম সন্তানেরা যাতে গরমে কষ্ট না পায় তার জন্য এসি প্রায় সারাক্ষণই চালিয়ে রাখেন মালিকেরা।

যেটুকু সময় এসি চলছে সেটুকু সময়ই স্বস্তি। লকডাউন পরবর্তী সময়ে বাড়িতে পোষ্য রাখার চল বেড়েছে। কুকুর, পাখি, বিড়াল এখন অনেকের বাড়িতেই আছে। সেই পোষ্যসম সন্তানেরা যাতে গরমে কষ্ট না পায় তার জন্য এসি প্রায় সারাক্ষণই চালিয়ে রাখেন মালিকেরা।

3 / 8
সারাদিন যদি এসি নাও চলে তাহলে রাত্রে এসি ঘরে তাঁরা পোষ্যকে সঙ্গে নিয়েই ঘুমোতে যান। হিট স্ট্রোক যেমন মানুষকে আঘাত করে তেমনই বাড়িতে থাকা পোষ্যদেরও আঘাত করে। সেই সঙ্গে পোষ্যদেরও বাড়ে ডায়ারিয়া, ডিহাইড্রেশনের ঝুঁকি।

সারাদিন যদি এসি নাও চলে তাহলে রাত্রে এসি ঘরে তাঁরা পোষ্যকে সঙ্গে নিয়েই ঘুমোতে যান। হিট স্ট্রোক যেমন মানুষকে আঘাত করে তেমনই বাড়িতে থাকা পোষ্যদেরও আঘাত করে। সেই সঙ্গে পোষ্যদেরও বাড়ে ডায়ারিয়া, ডিহাইড্রেশনের ঝুঁকি।

4 / 8
পোষ্যকে সঙ্গে নিয়ে তো আপনি ঘুমোচ্ছেন। তবে বাড়ির বয়স্ক বা বাচ্চার জন্য তা কতখানি নিরাপদ জানা আছে কি? বিশেষজ্ঞরা বলছেন এই এয়ার কন্ডিশনার চালিয়ে পোষ্যর সঙ্গে ঘুমনো র বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে।

পোষ্যকে সঙ্গে নিয়ে তো আপনি ঘুমোচ্ছেন। তবে বাড়ির বয়স্ক বা বাচ্চার জন্য তা কতখানি নিরাপদ জানা আছে কি? বিশেষজ্ঞরা বলছেন এই এয়ার কন্ডিশনার চালিয়ে পোষ্যর সঙ্গে ঘুমনো র বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে।

5 / 8
গরমের দিনে এসি ঘরে ঘুমোলে খানিক স্বস্তি মেলে পোষ্যদেরও। যে সব পোষ্য এই শীতাতপনিয়ন্ত্রিত আর্দ্র পরিবেশে মানিয়ে নিতে পারে তাদের জন্য ভাল। বুল ডগ, পাগের ক্ষেত্রে এসি-র প্রয়োজনীয়তা রয়েছে।

গরমের দিনে এসি ঘরে ঘুমোলে খানিক স্বস্তি মেলে পোষ্যদেরও। যে সব পোষ্য এই শীতাতপনিয়ন্ত্রিত আর্দ্র পরিবেশে মানিয়ে নিতে পারে তাদের জন্য ভাল। বুল ডগ, পাগের ক্ষেত্রে এসি-র প্রয়োজনীয়তা রয়েছে।

6 / 8
তবে সবার ক্ষেত্রে এই এসি কিন্তু মোটেই ভাল নয়। একবার রোদ একবার গরম- এই আবহাওয়ার ফারাকের কারণে মানুষের মত পোষ্যদের উপরেও প্রভাব পড়ে। আর তাই সব পোষ্যদের জন্য এসি-তে ঘুমনো মোটেই নিরাপদ নয়। এছাড়াও অ্যালার্জির প্রবণতা বাড়ে। যে কোনও রকম পোষ্যকে সঙ্গে নিয়ে যদি এক ঘরে বা এক বিছানাতে ঘুমোন তাহলে হাঁচি, শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে।

তবে সবার ক্ষেত্রে এই এসি কিন্তু মোটেই ভাল নয়। একবার রোদ একবার গরম- এই আবহাওয়ার ফারাকের কারণে মানুষের মত পোষ্যদের উপরেও প্রভাব পড়ে। আর তাই সব পোষ্যদের জন্য এসি-তে ঘুমনো মোটেই নিরাপদ নয়। এছাড়াও অ্যালার্জির প্রবণতা বাড়ে। যে কোনও রকম পোষ্যকে সঙ্গে নিয়ে যদি এক ঘরে বা এক বিছানাতে ঘুমোন তাহলে হাঁচি, শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে।

7 / 8
সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে পোষ্য যদি একই রুমে ঘুমোয় তাহলে খুব একটাও অসুবিধে থাকে না। কিন্তু যদি একই বিছানায় ঘুমোন তাহলে ঘুমের উপর নেতিবাচক প্রভাব পড়ে।

সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে পোষ্য যদি একই রুমে ঘুমোয় তাহলে খুব একটাও অসুবিধে থাকে না। কিন্তু যদি একই বিছানায় ঘুমোন তাহলে ঘুমের উপর নেতিবাচক প্রভাব পড়ে।

8 / 8
এছাড়াও পোষ্যকে সঙ্গে নিয়ে ঘুমোলে ক্যাচ স্ক্র্যাচ রোগের ঝুঁকি বাড়ে। এটি একরকমের ব্যাকটেরিয়া সংক্রমণ যা বেড়ালের আঁচড় থেকে হয়। বেড়াল যদি খেলার ছলে বা ভুল করে আঁচড় দিয়ে বসে তাহলে মুশকিল। আর তাই বেড়ালকে নিয়ে ভুল করেও রাতে একসঙ্গে ঘুমোতে যাবেন না।

এছাড়াও পোষ্যকে সঙ্গে নিয়ে ঘুমোলে ক্যাচ স্ক্র্যাচ রোগের ঝুঁকি বাড়ে। এটি একরকমের ব্যাকটেরিয়া সংক্রমণ যা বেড়ালের আঁচড় থেকে হয়। বেড়াল যদি খেলার ছলে বা ভুল করে আঁচড় দিয়ে বসে তাহলে মুশকিল। আর তাই বেড়ালকে নিয়ে ভুল করেও রাতে একসঙ্গে ঘুমোতে যাবেন না।

Next Photo Gallery