Jackfruit Paturi: ভুলে যাবেন ভেটকি পাতুড়ি! বাড়িতেই বানিয়ে নিন নিরামিষ এই পাতুড়ি
Jackfruit Recipe: সাধারণত, ভেটকির পাতুরি, ইলিশের পাতুড়ির কথা সকলে শুনেছেন। কিন্তু এঁচোড়ের পাতুড়ির কথা অনেকেই জানেন না। এঁচোড়ের ডালনা, পোস্ত বা অন্য তরকারি তো কম-বেশি সকলেই খেয়েছেন। এবার বাড়িতে বানিয়ে নিন এঁচোড়ের পাতুড়ি। জেনে নিন এর রেসিপি।