Bengali Payesh Recipe : জন্মদিন হোক পুজোর ভোগ এই লাল বাতাসার পায়েস রাখতে ভুলবেন না
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Aug 14, 2023 | 8:49 PM
Lal Batasa Diye Chaal Er Payesh: চিনির পরিবর্তে এই লাল বাতাসা দিয়ে পায়েস বানাতে তা খেতে খুবই ভাল হয়। চাল দিয়ে যেমন এই পায়েস বানানো যায় তেমনই সেমাই দিয়ে বানালেও ভাল লাগে খেতে
1 / 8
জন্মদিন হোক বা বাড়ির যে কোনও শুভ অনুষ্ঠান, পাতে পায়েস তো থাকবেই। যতই কেকের যুগ আসুক না কেন জন্মদিনে একবাটি পায়েস না হলে ঠিক জমে না।
2 / 8
নতুন গুড়ের পায়েসের স্বাদই আলাদা। তবে গুড় তো আর সারা বছর পাওয়া যায় না। আর তাই এই বাতাসা দিয়েই বানিয়ে নিন দারুণ সুস্বাদু পায়েস।
3 / 8
পায়েসে সব থেকে গুরুত্বপূর্ণ হল দুধ। যত বেশি দুধ দিয়ে বানাবেন ততই ভাল খেতে হবে পায়েস। সঙ্গে যদি দেড়শো লাল বাতাসা পড়ে তাহলে তো কথাই নেই।
4 / 8
বেকড মিষ্টি, মিহিদানা,সন্দেশ, রসগোল্লা যতই ডেজার্টে জনপ্রিয় হোক না কেন এই পায়েসের কোনও তুল না নেই। রুটি, লুচি, পরোটার সঙ্গে শেষপাতে পায়েস খেতে খুবই ভাল লাগে।
5 / 8
দুধ প্রথমে ফুটে উঠলে তাতে প্রথমেই অল্প লাল বাতাসা দিন। এরপর চাল দিলে চাল বেশি গলে যায় না। এবার ধুয়ে ঘি মাখিয়ে রাখা দেড়শো চাল ফেলে দিন।
6 / 8
এরপর চাল ভাল করে ফুটে উঠলে এবং সেদ্ধ হলে ভাঙা কাজুবাদাম, দুটো এলাচ আর বাকি বাতাসা ফেলে দিন। কম আঁচে ঘন করতে থাকুন।
7 / 8
পায়েস কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে। নইলে তা তলায় বসে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।
8 / 8
জন্মদিন হোক বা রাখী, জন্মাষ্টমী একবাটি করে পায়েস বানিয়ে নিন লাল বাতাসা দিয়ে। এতে খেতে খুবই ভাল লাগবে। ঠাকুর তো খুশি হবেনই সঙ্গে নিজেদেরও উদর পূর্তি হবে।