
জাপানিদের ত্বকের সৌন্দর্য গোটা বিশ্ববাসীর কাছে চর্চার বিষয়। কীভাবে জাপানিদের ত্বক অত সুন্দর, জাপানিদের মতো কীভাবে ত্বক করে তোলা যায়, তা নিয়ে কম-বেশি সকলেই চিন্তাভাবনা করেন

জাপানিরা সৌন্দর্য ধরে রাখতে ও দাগহীন, নমনীয় ত্বক করে তুলতে মূলত ভেষজ উপাদানের উপর ভরসা রাখে। তাই জাপানিদের মতো আপনি ত্বক সুন্দর ও নমনীয় করে তুলতে পারেন। জেনে নিন সেই টিপস

খাবারের সঙ্গে ত্বকের গভীর সম্পর্ক। ত্বক ভাল রাখতে রোজ গ্রিন টি খান। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সমস্ত সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে। ফলে ব্রণ, ব়্যাশ কম হবে

গ্রিন টি খাওয়ার পাশাপাশি এটা টোনার হিসাবে ব্যবহার করতে পারেন। গ্রিন টি ঠান্ডা করে গোটা মুখে লাগান। ত্বকের যত্নে খুব কার্যকরী

জাপানিরা রূপচর্চার মধ্যে ক্লিনজিং বেশি সময় দেয়। ওয়াসে তেল, চাল বাটা এবং ক্যামেলিয়া দিয়ে তৈরি প্যাক দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হয়। এতে ত্বকের তেল নির্গত হয়, মেক আপ এবং সান-ট্যান ওঠে। এরপর যে কোনও ফেস ওয়াস দিয়ে মুখ ধুয়ে নিন

মুখ পরিষ্কার করার পর রোলার দিয়ে মুখে ম্যাসাজ করুন। এতে গোটা মুখে রক্ত সঞ্চালন ভাল হবে। ফলে ত্বক টানটান থাকবে এবং অকাল বার্ধক্যের ছাপ মুখে পড়বে না

রোদে বেরনোর আগে অবশ্যই মুখে-হাতে সান-স্ক্রিন মাখুন এবং ফিরে এসে বরফ দিয়ে ঘষে নিন। তারপরে স্ক্র্যাবার ঘষে ট্যান তুলে নিন। তাহলে আপনার ত্বক থাকবে সতেজ ও প্রাণবন্ত

ত্বক উদ্দীপ্ত ও ব়্যাশমুক্ত রাখতে সাহায্য করে কোলাজেন হরমোন। কড মাছ, ডিমে প্রচুর মাত্রায় কোলাজেন রয়েছে। তাই ত্বকের সৌন্দর্যের জন্য এগুলি বেশি খান