
রূপচর্চার জগতে অ্যালোভেরার গুরুত্ব অনেক। অ্যালোভেরা জেলের মধ্যে অ্যান্টি-অ্যাকনি ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। তাই অ্যালোভেরা জেল মাখলে আপনার ব্রণর সমস্যা ধীরে-ধীরে কমে যাবে।

ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে অ্যালোভেরা। অ্যালোভেরা ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। এই উপাদান ত্বকে কুলিং এফেক্ট এনে দেয়।

রোদে পোড়াভাব দূর করতে আপনি অ্যালোভেরা জেলের সাহায্য নিতে পারেন। এটি ত্বকের জ্বালাভাব, লালচে ভাব কমিয়ে দেয়। পাশাপাশি ত্বকে এনে দেয় শীতলতা।

জেল্লা ফেরাতে সপ্তাহে একদিন মুখে ফেসপ্যাক মাখেন? আপনার ফেসপ্যাকের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই উপায়েও অ্যালোভেরা আপনাকে একাধিক সাহায্য প্রদান করবে।

দাঁড়ি কামানো পর ত্বক জ্বলতে থাকে? ত্বকের উপর লালচে ভাব দেখা দেয়? দাঁড়ি কামিয়ে সেভিং জেল হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। আপনার ক্রিম বা ফোম জাতীয় সেভিং জেলে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।

দাঁড়ি কামানো পরও আপনি অ্যালোভেরা জেল মাখতে পারেন। অনেকের দাঁড়ি কামানো পর মুখে র্যাশ, ফুসকুড়ি হয়। একইভাবে, ওয়াক্সিং করার পরও আপনি অ্যালোভেরা জেল মাখতে পারেন।

ত্বকের পাশাপাশি স্ক্যাল্পের সমস্যাও দূর করে অ্যালোভেরা। অ্যালোভেরার মধ্যে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে, যা খুশকি ও অন্যান্য স্ক্যাল্পের সংক্রমণ দূর করতে সাহায্য করে।

মেকআপ শুরুর আগে অ্যালোভেরা জেল মাখতে পারেন। অ্যালোভেরা জেল প্রাইমারের কাজ করে। এটি মেকআপকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে। অ্যালোভেরা জেল মাখলে আর মেকআপ শুরুর আগে প্রাইমার ব্যবহারের প্রয়োজন নেই।