
অষ্টমীর সকালে নিজের মনের মানুষটার সঙ্গে রংমিলান্তি করে পোশাক পরার একটা আলাদা উন্মাদনা আছে। তারপর একসঙ্গে মায়ের কাছে অঞ্জলি দেওয়া। তাই জন্য হয়তো অনেকে ঠিক করে ফেলেছেন কী রঙের পোশাক পরবেন। কিন্তু আদপে কী তা ভাল? জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে কে কোন রঙের পোশাক পরে অঞ্জলি দেবেন তা ঠিক করা উচিত নিজের রাশি অনুসারে। তবেই পাওয়া যায় শুভ ফল। জেনে নিন রাশি অনুসারে আপনার জন্য শুভ রং কোনটি?

মেষ (Aries): এই রাশির অধিপতি হলেন মঙ্গল। তাই এদের জন্য লাল, কমলা বা গোলাপি রঙ অত্যন্ত শুভ। অঞ্জলি দেওয়ার সময়ে মেষ রাশির জাতক-জাতিকারা এই রঙ বেছে নিলে দেবীর আশীর্বাদ লাভ সহজ হয়।

বৃষ (Taurus): শুক্র গ্রহের প্রভাবিত রাশি বৃষ। সবুজ, সাদা ও হালকা গোলাপি রঙ বৃষ রাশির জন্য আদর্শ। পুজোয় এই রঙের পোশাক পরে অঞ্জলি দিলে সংসারে শান্তি-স্থিতি বজায় থাকে।

মিথুন (Gemini): মিথুন বুধ গ্রহের অধীন রাশি। হলুদ, সবুজ এবং ক্রিম রঙ মিথুন রাশির জাতকদের জন্য শুভ। এই রঙের পোশাক পরে অঞ্জলি দিলে বুদ্ধি, জ্ঞান এবং কর্মে উন্নতি হয়।

কর্কট (Cancer): চন্দ্র প্রভাবিত রাশি কর্কট। সাদা, রুপালি বা হালকা নীল রঙ কর্কট রাশির জন্য বিশেষ মঙ্গলজনক। অঞ্জলির সময় এই রঙ মনকে শান্ত রাখে। দেবীর প্রতি নিবেদিত থাকে মন।

সিংহ (Leo): সূর্যের রাশির অধিপতি হওয়ায় সোনালি, কমলা এবং গাঢ় লাল রঙ সিংহ রাশির জন্য শুভ। সিংহ রাশি এই রঙের পোশাক পরে মানুষ অঞ্জলি দিলে আত্মবিশ্বাস এবং নেতৃত্ব ক্ষমতা বাড়ে।

কন্যা (Virgo): এই রাশির অধিপতি হলেন বুধ। এই সব রাশির জাতক-জাতিকাদের সবুজ, হলুদ এবং হালকা বাদামি রঙ অত্যন্ত মঙ্গলজনক। পুজোয় এই রঙ ব্যবহার করলে মনোযোগ এবং আত্মসংযম বৃদ্ধি পায়।

তুলা (Libra): শুক্র শাসিত রাশি তুলা। এঁদের জন্য সাদা, হালকা গোলাপি এবং নীল রঙ বেশ শুভ। অঞ্জলির সময় এই রঙে দেবীর কৃপা লাভ হয় এবং প্রেমের-সম্পর্ক মজবুত হয়।

বৃশ্চিক (Scorpio): মঙ্গল গ্রহের প্রভাবিত বৃশ্চিক রাশির জন্য লাল, মেরুন এবং বাদামি রঙ শুভ। অঞ্জলি দেওয়ার সময় এই রঙ পরলে শক্তি এবং সাহস বাড়ে।

ধনু (Sagittarius): বৃহস্পতি শাসিত রাশি ধনুর জন্য হলুদ, গেরুয়া এবং সোনালি রঙ অত্যন্ত শুভ। এই রঙে পুজো করলে জ্ঞান এবং আধ্যাত্মিকতার বিকাশ ঘটে।

মকর (Capricorn): এই রাশির অধিপতি স্বয়ং শনি দেব। এঁদের জন্য নীল, কালো এবং ধূসর রঙ উপযোগী। মকর রাশির জাতক-জাতিকারা অঞ্জলির সময় এই রঙ বেছে নিলে কর্মক্ষেত্রে উন্নতি এবং স্থায়িত্ব পাবেন।

কুম্ভ (Aquarius): এটিও শনির রাশি। বেগুনি, নীল ও কালো রঙ কুম্ভ রাশির জন্য মঙ্গলজনক। অঞ্জলি দিলে ভাগ্যোন্নতি ও মানসিক স্থিরতা আসে।

মীন (Pisces): দেবগুরু বৃহস্পতি হলেন মীন রাশির অধিপতি। হালকা হলুদ, নীল এবং সাদা রঙ মীন রাশির জন্য শুভ। অঞ্জলি দিলে করুণা, দয়া এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।