Car Number Plates: লাল রঙের নম্বর প্লেটের গাড়ি কারা ব্যবহার করেন? কোন নম্বর প্লেটের বা কী মানে জানেন?

Aug 20, 2024 | 3:32 PM

Car Number Plates: কোনওটা কালো, তো কোনওটা হলুদ। সাদা বা হলুদ রঙের প্লেট কোন গাড়িতেই ব্যবহার করা হয় তা হয়তো জানেন অনেকেই। কিন্তু বাকি রংগুলির মানে কী জানেন?

1 / 10
গাড়ি থাকলে তাতে নম্বর প্লেট থাকবেই। 'মোটর ভেইকিল অ্যাক্ট ১৯৮৮' অনুসারে প্রত্যেক গাড়ির নম্বর প্লেটেই সেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর যা স্থানীয় আরটিও অফিস থেকে ইস্যু করা হয়েছে।

গাড়ি থাকলে তাতে নম্বর প্লেট থাকবেই। 'মোটর ভেইকিল অ্যাক্ট ১৯৮৮' অনুসারে প্রত্যেক গাড়ির নম্বর প্লেটেই সেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর যা স্থানীয় আরটিও অফিস থেকে ইস্যু করা হয়েছে।

2 / 10
তবে এই নম্বর প্লেটের কিন্তু রয়েছে নানা রং। কোনওটা কালো, তো কোনওটা হলুদ। সাদা বা হলুদ রঙের প্লেট কোন গাড়িতেই ব্যবহার করা হয় তা হয়তো জানেন অনেকেই। কিন্তু বাকি রংগুলির মানে কী জানেন?

তবে এই নম্বর প্লেটের কিন্তু রয়েছে নানা রং। কোনওটা কালো, তো কোনওটা হলুদ। সাদা বা হলুদ রঙের প্লেট কোন গাড়িতেই ব্যবহার করা হয় তা হয়তো জানেন অনেকেই। কিন্তু বাকি রংগুলির মানে কী জানেন?

3 / 10
কালো রঙের নম্বর প্লেট - এই ধরনের কালো রঙের বোর্ডের গায়ে হলুদ রঙে গাড়ির রেজিস্ট্রেশন সংখ্যা লেখা থাকে। কালো নম্বর প্লেটযুক্ত গাড়িগুলি ব্যবসার জন্য ব্যবহৃত হয়। যা ভাড়া দেওয়ার জন্য গাড়ি কেনেন তবে এটি একটি কালো নম্বর প্লেট দিয়ে আসবে। এই প্লেট সাধারণত বিলাসবহুল হোটেলগুলি ব্যবহার করে। তবে কালো নম্বর প্লেটের গাড়ি চালানোর জন্য চালকের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্সের কোনও প্রয়োজন নেই।

কালো রঙের নম্বর প্লেট - এই ধরনের কালো রঙের বোর্ডের গায়ে হলুদ রঙে গাড়ির রেজিস্ট্রেশন সংখ্যা লেখা থাকে। কালো নম্বর প্লেটযুক্ত গাড়িগুলি ব্যবসার জন্য ব্যবহৃত হয়। যা ভাড়া দেওয়ার জন্য গাড়ি কেনেন তবে এটি একটি কালো নম্বর প্লেট দিয়ে আসবে। এই প্লেট সাধারণত বিলাসবহুল হোটেলগুলি ব্যবহার করে। তবে কালো নম্বর প্লেটের গাড়ি চালানোর জন্য চালকের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্সের কোনও প্রয়োজন নেই।

4 / 10
নীল রঙের নম্বর প্লেট - বিদেশী কূটনীতিকদের নিয়ে যাওয়ার জন্য নীল নম্বর প্লেটযুক্ত গাড়ি ব্যবহার করা হয়। এগুলির উপরে নানা ধরনের কোড থাকে। এই কোডগুলি হল ইউনাইটেড নেশন-এর জন্য 'ইউএন', কনস্যুলার কর্পসের জন্য 'সিসি', এবং ডিপলোম্যাটিক কর্পসের জন্য 'ডিসি'। এক্ষেত্রে কূটনীতিকরা যে দেশের নাগরিক সেই দেশের একটি 'কোড' থাকে।

নীল রঙের নম্বর প্লেট - বিদেশী কূটনীতিকদের নিয়ে যাওয়ার জন্য নীল নম্বর প্লেটযুক্ত গাড়ি ব্যবহার করা হয়। এগুলির উপরে নানা ধরনের কোড থাকে। এই কোডগুলি হল ইউনাইটেড নেশন-এর জন্য 'ইউএন', কনস্যুলার কর্পসের জন্য 'সিসি', এবং ডিপলোম্যাটিক কর্পসের জন্য 'ডিসি'। এক্ষেত্রে কূটনীতিকরা যে দেশের নাগরিক সেই দেশের একটি 'কোড' থাকে।

5 / 10
লাল রঙের নম্বর প্লেট - যতক্ষণ তা আরটিও অফিস থেকে স্থায়ী  রেজিস্ট্রেশন নম্বর আসছে ততক্ষণ ভারতে একটি বিশেষ অস্থায়ী নম্বর দেওয়া হয়। সেই নম্বর সাধারণত লাল রঙের নম্বর প্লেট বোর্ডে দেওয়া হয়। তবে বেশিরভাগ অস্থায়ী নম্বরের মেয়াদ থাকে এক মাস। তবে অস্থায়ী রেজিস্ট্রেশন সম্পর্কিত প্রতিটি রাজ্যের নিজস্ব নিয়ম রয়েছে। অনেক রাজ্যেই লাল নম্বর প্লেটের গাড়িকে রাস্তায় চলার অনুমতি দেওয়া হয় না।

লাল রঙের নম্বর প্লেট - যতক্ষণ তা আরটিও অফিস থেকে স্থায়ী রেজিস্ট্রেশন নম্বর আসছে ততক্ষণ ভারতে একটি বিশেষ অস্থায়ী নম্বর দেওয়া হয়। সেই নম্বর সাধারণত লাল রঙের নম্বর প্লেট বোর্ডে দেওয়া হয়। তবে বেশিরভাগ অস্থায়ী নম্বরের মেয়াদ থাকে এক মাস। তবে অস্থায়ী রেজিস্ট্রেশন সম্পর্কিত প্রতিটি রাজ্যের নিজস্ব নিয়ম রয়েছে। অনেক রাজ্যেই লাল নম্বর প্লেটের গাড়িকে রাস্তায় চলার অনুমতি দেওয়া হয় না।

6 / 10
সবুজ রঙের নম্বর প্লেট - এই নম্বর প্লেটটি সম্পূর্ণ বৈদ্যুতিন গাড়িগুলির ক্ষেত্রে ব্যবহার করা হয়। বৈদ্যুতিন গাড়ি এবং বাইক, ই-রিকশা এবং বাসগুলির গায়ে দেখবেন এই রঙের নম্বর প্লেট লাগানো থাকে। এর উপরে সাদা রঙের অক্ষরে গাড়ির নম্বর লেখা থাকে।

সবুজ রঙের নম্বর প্লেট - এই নম্বর প্লেটটি সম্পূর্ণ বৈদ্যুতিন গাড়িগুলির ক্ষেত্রে ব্যবহার করা হয়। বৈদ্যুতিন গাড়ি এবং বাইক, ই-রিকশা এবং বাসগুলির গায়ে দেখবেন এই রঙের নম্বর প্লেট লাগানো থাকে। এর উপরে সাদা রঙের অক্ষরে গাড়ির নম্বর লেখা থাকে।

7 / 10
হলুদ নম্বর প্লেট - এই নম্বর প্লেট সবার অতি পরিচিত। বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত যানবাহনের জন্য এই রং। ট্যাক্সি, ব্যক্তিগত ক্যাব, ট্রাক এবং বাসে হলুদ নম্বর প্লেট থাকে। গাড়িটির যদি বাণিজ্যিক পারমিট থাকে তবে তার রং হবে হলুদ।

হলুদ নম্বর প্লেট - এই নম্বর প্লেট সবার অতি পরিচিত। বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত যানবাহনের জন্য এই রং। ট্যাক্সি, ব্যক্তিগত ক্যাব, ট্রাক এবং বাসে হলুদ নম্বর প্লেট থাকে। গাড়িটির যদি বাণিজ্যিক পারমিট থাকে তবে তার রং হবে হলুদ।

8 / 10
সাদা রঙের নম্বর প্লেট - ভারতে সবচেয়ে সাধারণ এই নম্বর প্লেট। এর গায়ে কালো অক্ষরে লেখা থাকে গাড়ির নম্বর। শুধুমাত্র ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহারের জন্য এই ধরনের গাড়ি ব্যবহার করা যায়। সাধারণ ভাবে গারি কিনলে এই বোর্ড মিলবে।

সাদা রঙের নম্বর প্লেট - ভারতে সবচেয়ে সাধারণ এই নম্বর প্লেট। এর গায়ে কালো অক্ষরে লেখা থাকে গাড়ির নম্বর। শুধুমাত্র ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহারের জন্য এই ধরনের গাড়ি ব্যবহার করা যায়। সাধারণ ভাবে গারি কিনলে এই বোর্ড মিলবে।

9 / 10
ঊর্ধ্বমুখী তীর সহ নম্বর প্লেট - যে নম্বর প্লেটে ঊর্ধ্বমুখী তীর রয়েছে সেগুলি প্রতিরক্ষা কর্মীদের এবং প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত হয়।  কাজের সঙ্গে যুক্ত ব্যাক্তিরাই এই বিশেষ নম্বর প্লেট ব্যবহারের অনুমতি পান।

ঊর্ধ্বমুখী তীর সহ নম্বর প্লেট - যে নম্বর প্লেটে ঊর্ধ্বমুখী তীর রয়েছে সেগুলি প্রতিরক্ষা কর্মীদের এবং প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত হয়। কাজের সঙ্গে যুক্ত ব্যাক্তিরাই এই বিশেষ নম্বর প্লেট ব্যবহারের অনুমতি পান।

10 / 10
অশোক স্তম্ভ সহ লাল নম্বর প্লেট - এই ধরনের নম্বর প্লেট সাধারণ মানুষ তো নয়ই এমনকি মন্ত্রী-আমলাদের ব্যবহারের অনুমতি নেই। কেবল ভারতের রাষ্ট্রপতি এবং প্রতিটি রাজ্যের রাজ্যপালের গাড়িতে  লাল নম্বর প্লেট থাকে। এর স্বতন্ত্রতা হল তাঁরা তাদের গাড়ির উপর ভারতীয় প্রতীক অশোক স্তম্ভ প্রদর্শন করে।

অশোক স্তম্ভ সহ লাল নম্বর প্লেট - এই ধরনের নম্বর প্লেট সাধারণ মানুষ তো নয়ই এমনকি মন্ত্রী-আমলাদের ব্যবহারের অনুমতি নেই। কেবল ভারতের রাষ্ট্রপতি এবং প্রতিটি রাজ্যের রাজ্যপালের গাড়িতে লাল নম্বর প্লেট থাকে। এর স্বতন্ত্রতা হল তাঁরা তাদের গাড়ির উপর ভারতীয় প্রতীক অশোক স্তম্ভ প্রদর্শন করে।

Next Photo Gallery