Janmashtami 2023 Date: মাত্র ৫০ টাকায় গোপালের জামা-গয়না কিনুন কলকাতার এই মার্কেট থেকে
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Sep 06, 2023 | 6:39 AM
Laddu Gopal Dress: গোপালের পছন্দমত জামা সস্তায় কিনতে পারবেন কলকাতার এই সব মাজ্ঞকেট থেকে। এই জামাতেও এবার স্টোন ওয়ার্ক, মিরর ওয়ার্ক বেশ চলছে। আরামদায়ম শিফনের সি-থ্রু জামাও এবার ইন মার্কেটে
1 / 8
ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ অবতারে মর্ত্যে আবির্ভূত হন বিষ্ণু। দেশ জুড়েই তাই পালিত হচ্ছে এই উৎসব। বুধবার জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে বিকেল থেকে
2 / 8
মন্দির থেকে বাড়ি সর্বত্রই যেন হইহই রব বাড়ির এই ছোট সদস্যের পুজোকে ঘিরে। বাজারে বাজারে কেনাকাটায় উপচে পড়ছে ভিড়। তার পছন্দের জামা, গয়না কিনতে সকলেই ব্যস্ত
3 / 8
গোপালের পছন্দের খাবার এদিন সাজিয়ে দেওয়া হবে। দোকানেও তাই হাজির মালপোয়া, মিষ্টি, তালের ক্ষীর, তালের বড়া কেক ইত্যাদি
4 / 8
গোপাল যে কোনও বাড়িতেই খুব আদরের। তাই তার জন্মদিন উপলক্ষ্যে সিংহাসন থেকে শুরু করে নতুন জামা, গয়না গাটি কোথাও কোনও খামতি থাকে না
5 / 8
গোপালের বসবার আসন, বিছানা, মুকুট, ঘাঘরা হরেক পসরা সাজিয়ে বসেছে পাড়ার প্রায় সব দোকান। আর গোপালের জামাগুলো এতই সুন্দর হয় যে দেখলেই কিনতে ইচ্ছে করে। এই সব জামাতেও কত বৈচিত্র্য
6 / 8
সবুজ, সাদা, নীল, লাল, হলুদ, গোলাপি রঙের পাশাপাশি এবার গোপালের জামাতে প্যাস্টেল শেডসও রয়েছে। সিল্কের প্যাস্টেল শেডের উপর স্টোনের কাজ এবার বেশ চলছে। এছাড়াও স্টোনের কাজ, মিরর ওয়ার্ক এসবও বেশ চলছে
7 / 8
ভেলভেটের জামাও এইবছর বেশ চলছে। সেই সঙ্গে ট্রান্সপারেন্ট শিফন জরির জামাও কিন্তু দেখা গিয়েছে।প্রতিটা জামায় এই স্টোন ওয়ার্ক দেখবার মত।। দোপালের জন্য এমন জামা বেশিরভাগ কিনছেন
8 / 8
এই সুন্দর জামা-পাগড়ি-গয়না মাত্র ৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন বড় বাজারের হোলসেল মার্কেটে। এছাড়াও দক্ষিণ কলকাতায় গড়িয়া টু গড়িয়াহাটের মধ্যে অজস্র দোকান রয়েছে সেখানেও কিনতে পারবেন