সময়ের সঙ্গে বদলায় সব কিছুই। তেমনই বদল আসে মানুষের রুচি, পোশাক বোধেও। কেবল পোশাক পরার ধরন এমনকি কী পোশাক পরছে তাও বলে যেতে পারে আপনি কোন প্রজন্মের মানুষ। পুজো, বন্ধুদের সঙ্গে পার্টি, অফিস পার্টি সব জায়গার জন্য রয়েছে আলাদা আলাদা ফ্যাশন।
আপনি চাইলেই একটা হাফ প্যান্ট পরে অফিসে যেতে পারেন না। আবার আগামীকাল দোল, গোটা দেশে তাই হোলি। বর্তমান প্রজন্ম ফ্যাশন নিয়ে খুব সচেতন। দোলের জন্য রয়েছে আলাদা ফ্যাশন ট্রেন্ড। এই বছরে দোলের ফ্যাশন ট্রেন্ড কী বলছে? কী পরবেন? কী ভাবে সাজবেন? রইল টিপস।
সাদা পোশাক - একটা সময় ছিল যখন বেশিরভাগ লোকজন পাড়ায় পুরনো জামাকাপড় পরে দোল খেলতে বেরোতেন যাতে নতুন জামাকাপড় নষ্ট না হয়ে যায়। তবে আজকাল দোলের দিন সাদা রঙের পোশাক পরার চল বেশি। সাদা কুর্তার সঙ্গে নীল জিন্স পরতে পারেন এ বার দোলে। তা ছাড়া সাদা শার্ট কিংবা টিশার্ট তো এখন নারী-পুরুষ উভয়ের ফ্যাশনে প্রাধান্য পায়। অনলাইনে অল্প দামেই সাদা টিশার্ট-শার্ট পেয়ে যাবেন, যা একদিনে পরার জন্য উপযুক্ত।
রঙিন শার্ট - দোলে অন্য রকম কিছু পরে বান্ধবীদের নজর কাড়তে চাইলে পছন্দের তালিকায় রাখতে পারেন রঙিন প্রিন্টেড শার্ট। সাজের সঙ্গে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে চাইলে জিনসের বদলে পরে ফেলুন হাফ ট্রাউজার কিংবা শর্টস। সঙ্গে রঙিন স্নিকার্স পরে নিলেই জমে যাবে দোলের সাজ।
জ্যাকেট - শার্ট কিংবা পাঞ্জাবির সঙ্গে একটি রঙিন হাফ জ্যাকেটও পরতে পারেন। প্রিন্টেড শার্ট হলে একরঙা জ্যাকেট পরতে পারেন। এতে আপনার লুকে আসবে একটা নতুন টুইস্ট। হালকা রঙের শার্ট কিংবা পাঞ্জাবি হলে প্রিন্টেড জওহর কোটে নজর কাড়তে পারেন সকলের।
বাঙালিয়ানা - দোলের দিন পাঞ্জাবি পরেও বাজিমাত করতে পারেন। সাদা হোক, কিংবা বাটিকের, দোলের সাজে সাবেকি ছোঁয়া রাখলে মন্দ হবে না। সুতির রঙিন পাঞ্জাবি পরতেই পারেন। পাজামা বা জিন্স যেটায় বেশি স্বাছন্দ্য সেটা পরে নিন। সঙ্গে রঙিন ওড়না গলায় জড়িয়ে নিলেই দেখাবে দারুণ।
ব্যান্ডানা ও সানগ্লাস - চুল বাঁচিয়ে যদি দোলের ফ্যাশন করতে চান তাহলে মাথা ব্যান্ডানা দিয়ে ঢেকে নিতে পারেন। এতে আপনার দেখাবে 'কুল', আবার চুল থাকবে সুরক্ষিত। হোলির দিন কিন্তু রংবেরঙের সানগ্লাস পরলেও বেশ লাগবে। আজকাল সস্তায় হোলির স্পেশাল নানা সানগ্লাস কিনতে পাওয়া যায়, চাইলে সেই সব পরতে পারেন।