Legal Rights: যে ৬টি আইনি অধিকার প্রত্যেক বিবাহিত ভারতীয় মহিলা অবশ্যই জেনে রাখবেন

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Mar 07, 2024 | 5:16 PM

Laws For Indian Women: যৌতুক নিষেধাজ্ঞা আইনও কিন্তু রয়েছে। ১৯৬১ সালে এই আইন প্রণয়ন করা হয়েছিল। যদি যৌতুক নিয়ে অহেতুক হয়রানি হতে হয় বা যৌতুকের জন্য আপনাকে ক্রমাগত চাপ দেওয়া হতে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন

1 / 8
বিয়ে নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন বিয়ে ভাল কেউ বলেন মন্দ। তবে বিয়ে একটা মানুষের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আর তাই যখন সেই ব্যক্তির মনে হবে যে এবার বিয়ে করা যেতে পারে তখনই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া উচিত। সকলেই যে এখন অনুষ্ঠান করে বিবাহ পছন্দ করেন এমন নয়

বিয়ে নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন বিয়ে ভাল কেউ বলেন মন্দ। তবে বিয়ে একটা মানুষের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আর তাই যখন সেই ব্যক্তির মনে হবে যে এবার বিয়ে করা যেতে পারে তখনই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া উচিত। সকলেই যে এখন অনুষ্ঠান করে বিবাহ পছন্দ করেন এমন নয়

2 / 8
কেউ সারেন কোর্ট ম্যারেজ, কেউ ডেস্টিনেশন ওয়েডিং। এখন অনেকেই বৈদিক মতে বিয়ে সারেন। আবার সাতপাক ঘুরে বিয়েও অনেকে করছেন। তবে বিয়ের পর আজকাল অনেককেই নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এখনও আমাদের দেশে  পণ প্রথা ভয়ংকর ভাবে চালু আছে , পণের জন্য মেয়েদের হত্যাও করা হয়

কেউ সারেন কোর্ট ম্যারেজ, কেউ ডেস্টিনেশন ওয়েডিং। এখন অনেকেই বৈদিক মতে বিয়ে সারেন। আবার সাতপাক ঘুরে বিয়েও অনেকে করছেন। তবে বিয়ের পর আজকাল অনেককেই নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এখনও আমাদের দেশে পণ প্রথা ভয়ংকর ভাবে চালু আছে , পণের জন্য মেয়েদের হত্যাও করা হয়

3 / 8
আর তাই কিছু আইন মেয়েদের জেনে রাখতেই হবে। সব থেকে প্রথমেই রয়েছে গার্হস্থ্য হিংসা। ২০০৫ সাল থেকে সেই আইনে বদল এসেছে। যদি স্বামী বা পরিবারের কোনও আত্মীয় আপনার গায়ে হাত তোলে, শারীরিক, মানসিক বা অর্থনৈতিক ভাবে নির্যাতন করে তাহলে আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন। বিয়ের পর মেয়েদের নিরাপত্তা আর সুস্থতার জন্য এই আইন আনা হয়েছে।

আর তাই কিছু আইন মেয়েদের জেনে রাখতেই হবে। সব থেকে প্রথমেই রয়েছে গার্হস্থ্য হিংসা। ২০০৫ সাল থেকে সেই আইনে বদল এসেছে। যদি স্বামী বা পরিবারের কোনও আত্মীয় আপনার গায়ে হাত তোলে, শারীরিক, মানসিক বা অর্থনৈতিক ভাবে নির্যাতন করে তাহলে আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন। বিয়ের পর মেয়েদের নিরাপত্তা আর সুস্থতার জন্য এই আইন আনা হয়েছে।

4 / 8
ভারতীয় আইনে সকল মানুষের সমান সমতা, মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। এই মৌলক অধিকারগুলো সকল বিবাহিত মানুষদের জন্যই সমানভাবে প্রযোজ্য। মৌলিক অধিকার আর স্বাধীনতা সুরক্ষিত করাই এই আইনের উদ্দেশ্য।

ভারতীয় আইনে সকল মানুষের সমান সমতা, মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। এই মৌলক অধিকারগুলো সকল বিবাহিত মানুষদের জন্যই সমানভাবে প্রযোজ্য। মৌলিক অধিকার আর স্বাধীনতা সুরক্ষিত করাই এই আইনের উদ্দেশ্য।

5 / 8
১৮৬২ সালের ম্যাটারনিটি বেনিফিক্ট অ্যাক্ট  (Maternity Benefit Act) অনুসারে প্রসবের আগে-পরে ছুটি এবং বেতনের নিশ্চয়তা দেওয়া হয়েছে। ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনে মেয়েরা যে বাবা-মায়ের সম্পত্তির অধিকারী তা বলা হয়েছে। এছাড়াও অন্য আত্মীয়দের কাছ থেকে সম্পত্তি পেতে পারেন মেয়েরা।

১৮৬২ সালের ম্যাটারনিটি বেনিফিক্ট অ্যাক্ট (Maternity Benefit Act) অনুসারে প্রসবের আগে-পরে ছুটি এবং বেতনের নিশ্চয়তা দেওয়া হয়েছে। ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনে মেয়েরা যে বাবা-মায়ের সম্পত্তির অধিকারী তা বলা হয়েছে। এছাড়াও অন্য আত্মীয়দের কাছ থেকে সম্পত্তি পেতে পারেন মেয়েরা।

6 / 8
যৌতুক নিষেধাজ্ঞা আইনও কিন্তু রয়েছে। ১৯৬১ সালে এই আইন প্রণয়ন করা হয়েছিল। যদি যৌতুক নিয়ে অহেতুক হয়রানি হতে হয় বা যৌতুকের জন্য আপনাকে ক্রমাগত চাপ দেওয়া হতে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন।

যৌতুক নিষেধাজ্ঞা আইনও কিন্তু রয়েছে। ১৯৬১ সালে এই আইন প্রণয়ন করা হয়েছিল। যদি যৌতুক নিয়ে অহেতুক হয়রানি হতে হয় বা যৌতুকের জন্য আপনাকে ক্রমাগত চাপ দেওয়া হতে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন।

7 / 8
১৯৭৬ সালে সমান পারিশ্রমিক আইন আনা হয়েছে। অর্থাৎ পুরুষ-মহিলা ভেদে পারিশ্রমিক আলাদা হবে না। উভয়ের ক্ষেত্রেই তা সমান হবে। এই আইন আরও নিশ্চিন্ত করে যে বিবাহিত অবস্থাতেও কোনও ভাবে আপনাকে অর্থনৈতিক বৈষম্যের শিকার হতে হবে না কোথাও যদি মনে হয় যে আপনার বিরুদ্ধচারণ করা হচ্ছে তাহলে সেই মত ব্যবস্থাও নিতে পারেন

১৯৭৬ সালে সমান পারিশ্রমিক আইন আনা হয়েছে। অর্থাৎ পুরুষ-মহিলা ভেদে পারিশ্রমিক আলাদা হবে না। উভয়ের ক্ষেত্রেই তা সমান হবে। এই আইন আরও নিশ্চিন্ত করে যে বিবাহিত অবস্থাতেও কোনও ভাবে আপনাকে অর্থনৈতিক বৈষম্যের শিকার হতে হবে না কোথাও যদি মনে হয় যে আপনার বিরুদ্ধচারণ করা হচ্ছে তাহলে সেই মত ব্যবস্থাও নিতে পারেন

8 / 8
মেডিক্যাল টাজ্ঞমিনেশন অফ প্রেগন্যাস্টি অ্যাক্স ১৯৭১ সালের আইন অনুসারে নিরাপদ এবং আইনি গর্ভপাতের অধিকার রয়েছে। কোনও সমস্যা হলে আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন, প্রতিটি মেয়েরই এই অধিকার রয়েছে। সঙ্গে নিরাপদ ও নির্দিষ্ট চিকিৎসাও পাবেন

মেডিক্যাল টাজ্ঞমিনেশন অফ প্রেগন্যাস্টি অ্যাক্স ১৯৭১ সালের আইন অনুসারে নিরাপদ এবং আইনি গর্ভপাতের অধিকার রয়েছে। কোনও সমস্যা হলে আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন, প্রতিটি মেয়েরই এই অধিকার রয়েছে। সঙ্গে নিরাপদ ও নির্দিষ্ট চিকিৎসাও পাবেন

Next Photo Gallery