Lentil Face Pack: রোদে বেরিয়ে ট্যান পড়েছে? মুসুর ডালের ম্যাজিকে ঔজ্জ্বল্য ফিরবে মুখে

May 15, 2024 | 1:43 PM

গরমকালে কাজের জন্য রোদে ঘুরতে হয় অনেককেই। এই রোগে ঘুরলে মুখে ট্যান পড়বে না, তা কি হয়? মুখের ট্যান তুলতে দারুণ কার্যকরী মুসুর ডাল। এই ডাল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহারে মিলবে ট্যানের সমস্ত থেকে মুক্তি।

1 / 8
বাঙালির রোজদিন খাওয়ার পাতে সবথেকে বেশি মেলে মুসুর ডাল। প্রোটিন সমৃদ্ধ এই ডালের মতো উপযোগী খাবারও খুব কম রয়েছে।

বাঙালির রোজদিন খাওয়ার পাতে সবথেকে বেশি মেলে মুসুর ডাল। প্রোটিন সমৃদ্ধ এই ডালের মতো উপযোগী খাবারও খুব কম রয়েছে।

2 / 8
কিন্তু শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতেই নয়। রূপচর্চাতেও ব্যবহৃত হয় মুসুর ডাল। কীভাবে তা ব্যবহার করা হয় জানেন?

কিন্তু শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতেই নয়। রূপচর্চাতেও ব্যবহৃত হয় মুসুর ডাল। কীভাবে তা ব্যবহার করা হয় জানেন?

3 / 8
গরমকালে কাজের জন্য রোদে ঘুরতে হয় অনেককেই। এই রোগে ঘুরলে মুখে ট্যান পড়বে না, তা কি হয়?

গরমকালে কাজের জন্য রোদে ঘুরতে হয় অনেককেই। এই রোগে ঘুরলে মুখে ট্যান পড়বে না, তা কি হয়?

4 / 8
মুখের ট্যান তুলতে দারুণ কার্যকরী মুসুর ডাল। এই ডাল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহারে মিলবে ট্যানের সমস্ত থেকে মুক্তি।

মুখের ট্যান তুলতে দারুণ কার্যকরী মুসুর ডাল। এই ডাল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহারে মিলবে ট্যানের সমস্ত থেকে মুক্তি।

5 / 8
প্রতিটি ফেস প্যাক বানানোর জন্য খানিকটা মুসুর ডাল ভালো করে ধুয়ে আগের রাতে ভিজিয়ে রাখুন, সকালে মিক্সিতে বা শিলনোড়ায় বেটে নিন।

প্রতিটি ফেস প্যাক বানানোর জন্য খানিকটা মুসুর ডাল ভালো করে ধুয়ে আগের রাতে ভিজিয়ে রাখুন, সকালে মিক্সিতে বা শিলনোড়ায় বেটে নিন।

6 / 8
মিহি করে বাটা মুসুর ডালের সঙ্গে দু' চাচামচ দুধ মিশিয়ে থকথকে করে মুখে সমানভাবে লাগিয়ে নিন, তারপর ঘষে ঘষে মাসাজ করুন। মিনিট দুই ঘষার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দুধ আপনার ত্বক কোমল আর নরম রাখবে।

মিহি করে বাটা মুসুর ডালের সঙ্গে দু' চাচামচ দুধ মিশিয়ে থকথকে করে মুখে সমানভাবে লাগিয়ে নিন, তারপর ঘষে ঘষে মাসাজ করুন। মিনিট দুই ঘষার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দুধ আপনার ত্বক কোমল আর নরম রাখবে।

7 / 8
তিন টেবিলচামচ মুসুর ডাল বাটা, তিন টেবিলচামচ টক দই আর একই পরিমাণ বেসন একসঙ্গে বেশ করে মিশিয়ে নিন। এই মিশ্রণে এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে আবার ফেটিয়ে নিতে হবে। এবার মুখে লাগিয়ে অপেক্ষা করুন যতক্ষণ না শুকোয়।

তিন টেবিলচামচ মুসুর ডাল বাটা, তিন টেবিলচামচ টক দই আর একই পরিমাণ বেসন একসঙ্গে বেশ করে মিশিয়ে নিন। এই মিশ্রণে এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে আবার ফেটিয়ে নিতে হবে। এবার মুখে লাগিয়ে অপেক্ষা করুন যতক্ষণ না শুকোয়।

8 / 8
মুসুর ডাল বাটার সঙ্গে খানিকটা অ্যালো ভেরা জেল মিশিয়ে দাগের উপর লাগিয়ে রাখুন, আধ ঘণ্টা পরে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে ধীরে ধীরে দাগ ফিকে হয়ে আসবে।

মুসুর ডাল বাটার সঙ্গে খানিকটা অ্যালো ভেরা জেল মিশিয়ে দাগের উপর লাগিয়ে রাখুন, আধ ঘণ্টা পরে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে ধীরে ধীরে দাগ ফিকে হয়ে আসবে।

Next Photo Gallery