শীতলতম দিনে ঠান্ডা জলে বাসন মাজতেই হচ্ছে? হাতের যত্নে যা কিছু করবেন…
Hands Care in Winter: ঠান্ডা জলে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচার মতো কাজগুলো ভীষণ কষ্টকর। ঠান্ডা যেমন কষ্ট হয়, তেমনই হাতের চামড়াও কুঁচকে যায়। হাতের অবস্থায় বেহাল হয়ে পড়ে। এই অবস্থায় ঠান্ডা জলের ব্যবহার যত কম করবেন ততই ভাল। তার সঙ্গে কীভাবে হাতের যত্ন নেবেন, রইল টিপস।