Macher Tel: বেগুন দিয়ে মাছের তেল, মায়ের রেসিপিতে বানিয়ে নিন এই ভাবে

Macher Tel Diye Tel Begun: গরম ভাতে মাছের তেল ভাজা বেশ লাগে। আর এই তেলের সঙ্গে বেগুন, পেঁয়াজ, কাঁচালঙ্কা মিশলে খেতে আরও বেশি ভাল হয়

| Edited By: রেশমী প্রামাণিক

Aug 16, 2023 | 6:29 PM

1 / 8
গরম ভাতে মাছের তেল খেতে ভালবাসেনা এমন বাঙালি খুঁজে পাওয়া ভার

গরম ভাতে মাছের তেল খেতে ভালবাসেনা এমন বাঙালি খুঁজে পাওয়া ভার

2 / 8
ইলিশ নমাছের তেল হলে তো কথাই নেই

ইলিশ নমাছের তেল হলে তো কথাই নেই

3 / 8
গরম ভাতে ইলিশের তেল, কাঁচালঙ্কা দিয়ে মেখে খেতে দারুণ লাগে

গরম ভাতে ইলিশের তেল, কাঁচালঙ্কা দিয়ে মেখে খেতে দারুণ লাগে

4 / 8
আবার মাছের তেল পেঁয়াজ, কাঁচালঙ্কা কুচি দিয়ে ভেজে খেতেও বেশ লাগে

আবার মাছের তেল পেঁয়াজ, কাঁচালঙ্কা কুচি দিয়ে ভেজে খেতেও বেশ লাগে

5 / 8
মায়েরা বাড়িতে মাছের তেল আর বেগুন দিয়ে দারুণ একটা চচ্চড়ি বানান

মায়েরা বাড়িতে মাছের তেল আর বেগুন দিয়ে দারুণ একটা চচ্চড়ি বানান

6 / 8
আজ রইল সেই রেসিপিই, দেখে নিন এক ঝলকে।তেলের মধ্যো ছোট ছোট করে কাটা বেগুন কুচি দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে

আজ রইল সেই রেসিপিই, দেখে নিন এক ঝলকে।তেলের মধ্যো ছোট ছোট করে কাটা বেগুন কুচি দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে

7 / 8
বেগুন তুলে ওই তেলে পেঁয়াজ, লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে মাছের তেল দিন

বেগুন তুলে ওই তেলে পেঁয়াজ, লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে মাছের তেল দিন

8 / 8
তেল ভাজা হলে বেগুন মিশিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে

তেল ভাজা হলে বেগুন মিশিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে