TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Aug 16, 2023 | 6:29 PM
গরম ভাতে মাছের তেল খেতে ভালবাসেনা এমন বাঙালি খুঁজে পাওয়া ভার
ইলিশ নমাছের তেল হলে তো কথাই নেই
গরম ভাতে ইলিশের তেল, কাঁচালঙ্কা দিয়ে মেখে খেতে দারুণ লাগে
আবার মাছের তেল পেঁয়াজ, কাঁচালঙ্কা কুচি দিয়ে ভেজে খেতেও বেশ লাগে
মায়েরা বাড়িতে মাছের তেল আর বেগুন দিয়ে দারুণ একটা চচ্চড়ি বানান
আজ রইল সেই রেসিপিই, দেখে নিন এক ঝলকে।তেলের মধ্যো ছোট ছোট করে কাটা বেগুন কুচি দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে
বেগুন তুলে ওই তেলে পেঁয়াজ, লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে মাছের তেল দিন
তেল ভাজা হলে বেগুন মিশিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে