Corn Flour for Face: ত্বকের জাদুতে মুগ্ধ হবে সবাই, যদি রূপচর্চা করেন কর্নফ্লাওয়ার দিয়ে
Face Pack: রান্নার পাশাপাশি রূপচর্চার কাজের ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার। তা দিয়ে ফেসপ্যাক বানিয়ে মাখলে মুখ খুব অল্পদিনেই হয়ে উঠতে পারে উজ্বল এবং সুন্দর।
1 / 8
রান্নাঘরের বিভিন্ন কাজে কর্নফ্লাওয়ারের বিপুল ব্যবহার। তা পকোড়াকে মুচমুচে বানানো হোক বা অন্য কোনও কাজে।
2 / 8
রান্নার পাশাপাশি রূপচর্চার কাজের ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার। তা দিয়ে ফেসপ্যাক বানিয়ে মাখলে মুখ খুব অল্পদিনেই হয়ে উঠতে পারে উজ্বল এবং সুন্দর।
3 / 8
দুধ এবং কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি ফেসপ্যাাক শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য দারুণ কাজ করে।
4 / 8
এক টেবিল চামচ মধুর সঙ্গে দুই টেবিল চামচ দুধ এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। ফেসপ্যাকটি মুখে লাগিয়ে রাখুন মিনিট পনেরো। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
5 / 8
কলা এবং কর্নফ্লাওয়ার দিয়েও আপনি ফেসপ্যাক বানাতে পারেন। পাকা কলা চটকে তার সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে মুখে লাগান। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
6 / 8
হলুদ এবং কর্নফ্লাওয়ার দিয়ে ফেসপ্যাক বানাতে পারেন। এতে একটু টক দই মিশিয়ে নেবেন। তাতেই ত্বকের জেল্লা বাড়বে।
7 / 8
শশা পেস্ট করে তার সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে মুখে মাখলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। মুখ তরতাজা দেখাবে।
8 / 8
ওটস গুঁড়ো করে তার সঙ্গে কর্নফ্লাওয়ার ও মধু মিশিয়ে মুখে মাখুন। মিনিট দশেক রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের তৈলাক্ত ভাব কেটে যাবে।