চুমুকেই চমক পাবেন! ধোঁয়া ওঠা তন্দুরি চা দিয়ে শুরু করুন শীতের সকাল
Tandoor Tea At Home: শীত মানেই এক কাপ চায়ে চুমুক দিয়ে সকালের ঘুম ভাঙানো। সারাদিন নানান স্বাদের চায়ে তৃষ্ণা মেটান চা প্রেমীরা। আর বাঙালির সকাল শুরু হয় ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে। এদিয়ে তন্দুরি চায়ের স্বাদে মজেছে বিশ্ব।