Mango-Dal Recipe: নামমাত্র তেলে আম দিয়ে বানিয়ে নিন সুস্বাদু এই পদ, গরমে পেট হবে ঠান্ডা
Mango-Dal Recipe: পাকা হোক বা কাঁচা, আম থাকলেই যেন গরমে স্বস্তি পায় শরীর ও মন। কাঁচা আম নুন-লঙ্কা দিয়ে চাট বানিয়ে খাওয়ার পাশাপাশি ডাল-সহ বিভিন্ন সবজিতেও দেওয়া হয়। গরমে কাঁচা আমের ডাল সকলেরই খুব প্রিয় খাবার। সামান্য তেলে আম ডালের রেসিপি জেনে নিন।