Hair Growth: দইয়ের সঙ্গে এগুলি মিশিয়ে মাখুন মাথায়, এক মাসে গজাবে চুল

Hair Care Tips: হাজারো প্রসাধনী ব্যবহার করেছেন। বিভিন্ন রকমের তেল মাথায় লাগিয়েও চুল গজায়নি? এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে দইয়ে। টক দইয়ের সঙ্গে কয়েকটি জিনিস মিশিয়ে মাথায় রোজ মাখলেই গজাবে চুল।

Jun 29, 2024 | 6:21 PM

1 / 8
চুল উঠে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে? টাক পড়ে মুখের সৌন্দর্যের বারোটা বেজে গিয়েছে?

চুল উঠে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে? টাক পড়ে মুখের সৌন্দর্যের বারোটা বেজে গিয়েছে?

2 / 8
হাজারো প্রসাধনী ব্যবহার করেছেন। বিভিন্ন রকমের তেল মাথায় লাগিয়েও চুল গজায়নি?

হাজারো প্রসাধনী ব্যবহার করেছেন। বিভিন্ন রকমের তেল মাথায় লাগিয়েও চুল গজায়নি?

3 / 8
এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে দইয়ে। টক দইয়ের সঙ্গে কয়েকটি জিনিস মিশিয়ে মাথায় রোজ মাখলেই গজাবে চুল।

এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে দইয়ে। টক দইয়ের সঙ্গে কয়েকটি জিনিস মিশিয়ে মাথায় রোজ মাখলেই গজাবে চুল।

4 / 8
রূপচর্চা সংক্রান্ত ইনফ্লুয়েন্সার সম্প্রতি দিয়েছেন একটি টিপস। সেখানে তিনি জানিয়েছেন, টক দইয়ের সঙ্গে গোলমরিচ, দারচিনি গুঁড়ো মিশিয়ে মাখুন।

রূপচর্চা সংক্রান্ত ইনফ্লুয়েন্সার সম্প্রতি দিয়েছেন একটি টিপস। সেখানে তিনি জানিয়েছেন, টক দইয়ের সঙ্গে গোলমরিচ, দারচিনি গুঁড়ো মিশিয়ে মাখুন।

5 / 8
দইয়ের সঙ্গে এই দুটি জিনিস মিশিয়ে মাখলে ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে নতুন চুল গজানো শুরু হবে। এভাবেই টাক পড়ে যাওয়ার সমস্যার সমাধান সম্ভব হতে পারে।

দইয়ের সঙ্গে এই দুটি জিনিস মিশিয়ে মাখলে ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে নতুন চুল গজানো শুরু হবে। এভাবেই টাক পড়ে যাওয়ার সমস্যার সমাধান সম্ভব হতে পারে।

6 / 8
একটি পাত্রে ৪ চামচ টক দই নিন। তার সঙ্গে ১ চামচ করে গোলমরিচ এবং দারচিনি গুঁড়ো দিন। এবং ভালোভারে তা মেশান।

একটি পাত্রে ৪ চামচ টক দই নিন। তার সঙ্গে ১ চামচ করে গোলমরিচ এবং দারচিনি গুঁড়ো দিন। এবং ভালোভারে তা মেশান।

7 / 8
এই মিশ্রণ মাথায় লাগান। তার পর তা ঘণ্টাখানেক রেখে দিন। এ ভাবে সপ্তাতে অন্তত তিন দিন তা ব্যবহার করব।

এই মিশ্রণ মাথায় লাগান। তার পর তা ঘণ্টাখানেক রেখে দিন। এ ভাবে সপ্তাতে অন্তত তিন দিন তা ব্যবহার করব।

8 / 8
গোলমরিচ এবং দারচিনির মধ্যে থাকা উৎসেচকগুলি ফলিকলকে উদ্দীপিত করে। তাই নতুন চুল গজাতে সাহায্য করে।

গোলমরিচ এবং দারচিনির মধ্যে থাকা উৎসেচকগুলি ফলিকলকে উদ্দীপিত করে। তাই নতুন চুল গজাতে সাহায্য করে।