Hair Growth: দইয়ের সঙ্গে এগুলি মিশিয়ে মাখুন মাথায়, এক মাসে গজাবে চুল
Hair Care Tips: হাজারো প্রসাধনী ব্যবহার করেছেন। বিভিন্ন রকমের তেল মাথায় লাগিয়েও চুল গজায়নি? এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে দইয়ে। টক দইয়ের সঙ্গে কয়েকটি জিনিস মিশিয়ে মাথায় রোজ মাখলেই গজাবে চুল।