
রান্নায় নিত্যদিন ব্যবহার করা হয় সর্ষের তেল। খাবারে স্বাদ ও গন্ধ দ্বিগুণ করতে এর জুড়ি নেই। তবে শুধু রান্নাতেই নয়, ত্বক ও চুলের যত্নেও ব্যবহার করা যায় এই তেল।

আদিযুগ থেকে চুল ও ত্বকের পরিচর্যায় ব্যবহার হয়ে আসছে সর্ষের তেল। তাই বাচ্চাদের সর্ষের তেল মাখানোর চল রয়েছে।

যদিও কালের নিয়মে এই চল এখন উঠতে বসেছে। কিন্তু এই তেলের গুণ জানলে আপনিও রূপচর্চায় যোগ করতে বাধ্য় হবেন এই তেল। জেনে নিন এর গুণাগুণ...

সর্ষের তেল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। অনেকেই শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে কোনও ক্রিম বা ফেস প্যাকের সঙ্গে সর্ষের তেল মিশিয়ে মাখুন। উপকার পাবেন।

চুলের জন্যও এই তেল ভীষণ উপকারি। মা-কাকিমাদের ঘন সুন্দর চুলের রহস্য কিন্তু এই তেলই। সর্ষের তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ম্যাগনেসিয়াম, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

ব্রণর সমস্যা মেটাতেও সাহায্য করে সর্ষের তেল। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহরোধী বৈশিষ্ট। যা ব্রণর সমস্যাকে রুখে দেয়।

চুলের নানা সমস্যার মধ্যে অন্যতম হল খুশকি। এই তেলে উপস্থিত অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট খুশকির সমস্যার বিরুদ্ধে কাজ করে। এছাড়া স্ক্যাল্পকে আর্দ্র রাখতে সাহায্য করে।

এছাড়া দাঁতের পরিচর্যাতেও ব্যবহার করা যায় এই তেল। সর্ষের তেলের সঙ্গে নুন মিশিয়ে দাঁত মাজলে দাঁত ঝকঝকে ও সাদা হয়। এছাড়া ঠোঁটের রুক্ষতা দূর করতেও সাহায্য করে।