
একটু আবহাওয়া বদল হতেই শুরু হয়ে গিয়েছে ত্বকের সমস্যা। ত্বকের উপর বেড়ে গিয়েছে র্যাশ, তেলতেলে ভাব আর ব্রণ। আরও যত দিন যাবে, বাড়বে ঘামাচির সমস্যাও। তাই গরমকাল আসার আগেই সমাধান খুঁজে রাখুন।

ত্বকের উপর যত বেশি কেমিক্যাল পণ্য ব্যবহার করবেন, আপনারই ক্ষতি হবে। ব্রণ থেকে চুলকানি, র্যাশ সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে নিম পাতার মধ্যে। ত্বকের সমস্যার সঙ্গে কার্যকর ভাবে লড়াই করতে নিম পাতা।

নিম পাতার মধ্যে হিলিং উপাদান রয়েছে, যা ক্ষত নিরাময়ে সহায়তা করে। নিম পাতার মধ্যে অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা নানা উপায়ে ত্বকের স্বাস্থ্য গঠনে সাহায্য করে।

নিম পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে। নিম পাতা ব্যবহার করলে সহজেই মুক্তি পাবেন নিম পাতার হাত থেকে। পাশাপাশি ত্বকের তেল চিটচিটে ভাব থেকেও মুক্তি দেবে।

নিম পাতা ব্যবহার করলে ব্রণর পাশাপাশি দাগছোপ, ফুসকুড়ি, ত্বকের সংক্রমণের হাত থেকেও বাঁচা যায়। এমনকি রিংকেলসও ধারে কাছে ঘেঁষে না। অর্থাৎ, বার্ধক্য প্রতিরোধে সক্ষম নিম পাতা। যেহেতু এই প্রাকৃতিক উপাদানে ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড রয়েছে।

নিম পাতা বেটে সরাসরি মুখে মাখতে পারেন। এছাড়াও নিম পাতার পেস্ট দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফেসপ্যাক। নিম পাতার সঙ্গে অ্যালোভেরা জেল, চন্দন বাটা কিংবা টক দই মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এতে ত্বকের সব সমস্যার সমাধান হয়ে যাবে।

নিমের ফেসপ্যাক মেখে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। ফেসপ্যাক শুকিয়ে যাওয়ার পর মুখ ধুয়ে ফেলুন। আরও উপকার পেতে নিম পাতার ফেসপ্যাকে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে পারেন।

হাতের কাছে তাজা নিম পাতা সবসময় পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি বাজার থেকে নিম গুঁড়ো কিনে এনেও ব্যবহার করতে পারেন। সপ্তাহে ১-২ দিন নিম পাতার ফেসপ্যাক মাখলেই ত্বকের সমস্যা থেকে মুক্তি পাবেন।