Besan Face Pack: রাতে ঘুমোতে যাওয়ার আগে চারদিন এভাবে বেসন মাখলেই মুখে বয়সের ছাপ পড়বে না

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Sep 21, 2023 | 7:24 PM

Night Skin care:

1 / 8
নিয়মিত ভাবে মুখের যত্ন না নিতে পারলে মুখে কালো দাগ ছোপ পড়বেই। ত্বক রুক্ষ্ম হয়ে যাবে, একই সঙ্গে শুষ্ক হয়ে যাবে। মুখের বা ত্বকের সমস্যার প্রধান কারণ হল আমাদের পরিবেশ

নিয়মিত ভাবে মুখের যত্ন না নিতে পারলে মুখে কালো দাগ ছোপ পড়বেই। ত্বক রুক্ষ্ম হয়ে যাবে, একই সঙ্গে শুষ্ক হয়ে যাবে। মুখের বা ত্বকের সমস্যার প্রধান কারণ হল আমাদের পরিবেশ

2 / 8
রোজকার বাইরের ঘাম, ধুলো আর দূষণে ত্বকের খুবই ক্ষতি হয়। ত্বক শুকিয়ে যায়, কালো হয়ে যায়, সময়ের আগেই কিন্তু ত্বক বুড়িয়ে যায়। দামি ক্রিম ঘষলেই যে এই কালো দাগ উঠে যাবে এমন নয়। আবার ঘন ঘন ফেসিয়ালেও এর কোনও সুরাহা নেই

রোজকার বাইরের ঘাম, ধুলো আর দূষণে ত্বকের খুবই ক্ষতি হয়। ত্বক শুকিয়ে যায়, কালো হয়ে যায়, সময়ের আগেই কিন্তু ত্বক বুড়িয়ে যায়। দামি ক্রিম ঘষলেই যে এই কালো দাগ উঠে যাবে এমন নয়। আবার ঘন ঘন ফেসিয়ালেও এর কোনও সুরাহা নেই

3 / 8
সামনেই পুজো। আর পুজোর আগে এভাবে যদি বেসন আর নারকেল তেল মিশিয়ে লাগান তাহলে কালো দাগ ছোপ সব উঠে যাবে। সেই সঙ্গে ত্বক অনেক বেশি উজ্জ্বল হবে, মুখ থেকে মেচেতার ছোপ দূর করতেও খুব ভাল কাজ করে এই বেসনের প্যাক। মাত্র চারদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগালেই কাজ হবে

সামনেই পুজো। আর পুজোর আগে এভাবে যদি বেসন আর নারকেল তেল মিশিয়ে লাগান তাহলে কালো দাগ ছোপ সব উঠে যাবে। সেই সঙ্গে ত্বক অনেক বেশি উজ্জ্বল হবে, মুখ থেকে মেচেতার ছোপ দূর করতেও খুব ভাল কাজ করে এই বেসনের প্যাক। মাত্র চারদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগালেই কাজ হবে

4 / 8
বেসনের সঙ্গে এক চামচ নারকেল তেল আর গোলাপ জল দিয়ে গুলে নিতে হবে। খুব বেশি পাতলা করবেন না। ক্রিমের মত করে তৈরি করে নিন। পরিষ্কার মুখে এই বেসন পুরো মুখে লাগিয়ে নিতে হবে। গরমের দিনে এই বেসন খুব ভাল কাজ করে

বেসনের সঙ্গে এক চামচ নারকেল তেল আর গোলাপ জল দিয়ে গুলে নিতে হবে। খুব বেশি পাতলা করবেন না। ক্রিমের মত করে তৈরি করে নিন। পরিষ্কার মুখে এই বেসন পুরো মুখে লাগিয়ে নিতে হবে। গরমের দিনে এই বেসন খুব ভাল কাজ করে

5 / 8
বেসন ভাল করে লাগালেই ত্বকের উজ্জ্বলতা বাড়বে। এবার হালকা হাত দিয়ে তা ঘষে নিতে হবে। এতে স্কিনের উজ্জ্বলতাও বাড়বে। এরপর মুখ ভেজা তোয়ালে দিয়ে মুছে নিতে হবে। ময়লা দাগ ছোপ এভাবে উঠে যাবে

বেসন ভাল করে লাগালেই ত্বকের উজ্জ্বলতা বাড়বে। এবার হালকা হাত দিয়ে তা ঘষে নিতে হবে। এতে স্কিনের উজ্জ্বলতাও বাড়বে। এরপর মুখ ভেজা তোয়ালে দিয়ে মুছে নিতে হবে। ময়লা দাগ ছোপ এভাবে উঠে যাবে

6 / 8
কাঁচা দুধ দু চামচ, হলুদ একসঙ্গে ভাল করে মিশিয়ে ওর মধ্যে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এতে একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে দিন। মুখের গ্লো বাড়াতে এই ফেসপ্যাক দারুণ কার্যকরী। ব্রণর দাগের উপর লাগিয়ে ২৫-৩০ মিনিট রেখে দিতে হবে

কাঁচা দুধ দু চামচ, হলুদ একসঙ্গে ভাল করে মিশিয়ে ওর মধ্যে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এতে একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে দিন। মুখের গ্লো বাড়াতে এই ফেসপ্যাক দারুণ কার্যকরী। ব্রণর দাগের উপর লাগিয়ে ২৫-৩০ মিনিট রেখে দিতে হবে

7 / 8
এবার আঙুল দিয়ে ভাল করে ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার মুখ শুকনো করে মুছে নিন। এতে সমস্ত দাগছোপ দূর হবে, মুখ অনেক বেশি ফ্রেশও লাগবে। এই প্যাক বাড়িতে বানিয়ে নিয়ে আজ থেকেই লাগান

এবার আঙুল দিয়ে ভাল করে ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার মুখ শুকনো করে মুছে নিন। এতে সমস্ত দাগছোপ দূর হবে, মুখ অনেক বেশি ফ্রেশও লাগবে। এই প্যাক বাড়িতে বানিয়ে নিয়ে আজ থেকেই লাগান

8 / 8
পুজোর আগে জেল্লা ফেরাতে এই প্যাকের কোনও তুলনা নেই। মুখের জন্য অ্যালোভেরা জেল, কস্তূরী হলুদ, ভিটামিন ইএসব খুবই ভাল উপাদান। মুখের যে কোনও কালো দাগ হালকা করে দিতে এই ফেসপ্যাকের কোনও তুলনা নেই

পুজোর আগে জেল্লা ফেরাতে এই প্যাকের কোনও তুলনা নেই। মুখের জন্য অ্যালোভেরা জেল, কস্তূরী হলুদ, ভিটামিন ইএসব খুবই ভাল উপাদান। মুখের যে কোনও কালো দাগ হালকা করে দিতে এই ফেসপ্যাকের কোনও তুলনা নেই

Next Photo Gallery