
চাকরির বাজারে টিকে থাকতে গেলে পঠনপাঠনের বাইরেও বেশি করে যেটা চাই সেটা হল বাস্তব অভিজ্ঞতা। বেশিরভাগ চাকরির বিজ্ঞাপনে দেখা যায় ১,২-৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন লোক চায়। কোন পদে চাকরি সেটার উপর নির্ভর করে সেই অভিজ্ঞতাটা আরও বাড়তে পারে। অভিজ্ঞতা চাকরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই অভিজ্ঞতা তৈরি হয় বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপের মাধ্যমে। বিশেষ করে এই গরমকালে ছাত্র-ছাত্রীদের জন্য বেশ কয়েকটি ইন্টার্নশিপের সুযোগ থাকে। এবার সেই সুযোগ এনে দিল NITTTR কলকাতা (National Institute of Technical Teachers’ Training and Research)। স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের জন্য ২০২৫ সালের গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ প্রোগ্রাম-এর ঘোষণা করেছে তারা।

এই কর্মসূচি মূলত প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, ও শিক্ষা বিষয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গবেষণা প্রকল্পে কাজ করার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাবরেটরি এবং প্রশিক্ষণের সুবিধা পাবেন। ফলে একদিকে যেমন জ্ঞানের পরিধি বাড়বে, তেমনই বাস্তব কাজের অভিজ্ঞতা সিভি-তেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

রোবোটিক্স বেসড সিস্টেম, এডুকেশন টেকনোলজি, পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং, এনার্জি ম্যানেজমেন্ট, ডিপ লার্নিং, বায়ো মেডিক্যাল ইমেজ প্রসেসিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিভিন্ন বিষয় শেখানো হবে। থিয়োরি ভিত্তিক পড়াশোনার সঙ্গে প্রশিক্ষণও চলবে।

ইন্টার্নশিপের মেয়াদ সাধারণত ৪ থেকে ৬ সপ্তাহ। নির্বাচিত শিক্ষার্থীরা নানান বিষয়ের উপর ভিত্তি করে টিমে বিভক্ত হয়ে বিভিন্ন প্রকল্পে কাজ করবেন। ন্যূনতম যোগ্যতা হিসেবে স্নাতক স্তরের তৃতীয় বর্ষ এবং স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে মৌলিক ধারণা থাকা আবশ্যক।

আবেদন করার জন্য শিক্ষার্থীদেরকে অনলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে নিজের আপডেটেড বায়োডাটা, শিক্ষা সংক্রান্ত তথ্য, এবং শিক্ষক বা গাইডের সুপারিশপত্র (Recommendation Letter)। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। ইন্টার্নশিপের শেষে শংসাপত্রও দেওয়া হবে।

ইন্টার্নশিপ করতে আগ্রহীদের জন্য ২ থেকে ৩ হাজার টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে। অনলাইনে ওই ফি এবং আবেদন ৮ মে পর্যন্ত গ্রহণ করা হবে। কী ভাবে আবেদন করতে হবে, কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, এই সংক্রান্ত বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

এই ধরণের ইন্টার্নশিপ ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষা বা গবেষণার জগতে প্রবেশের এক দুর্দান্ত পথ। শিক্ষাজীবনে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত থাকার এ এক অসাধারণ সুযোগ। আগ্রহী ছাত্রছাত্রীরা NITTTR কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন।